নিজস্ব প্রতিবেদন : কাঠুয়া গণধর্ষণ এবং উন্নাও ধর্ষণ নিয়ে মুখ খুলতে চান না তিনি। ‘এই বিষয়টি কথা বলতে আমার ঘৃণা হয়। তাই ওই বিষয়গুলি আর সামনে আনবেন না’। সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে গিয়ে এমনই মন্তব্য করেন অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনের ওই মন্তব্য প্রকাশ্যে আসার পরই বিষয়টি নিয়ে পাল্টা মন্তব্য করেন মহেশ ভাট কন্যা পূজা ভাট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : কোথায় বসবে সোনাম কাপুরের হাই প্রোফাইল বিয়ের আসর


শুধু তাই নয়, অমিতাভ বচ্চন যেখানে ‘পিঙ্ক’-এর মত সিনেমা করেছেন, সেখানে উন্নাও বা কাঠুয়া গণধর্ষণ নিয়ে তিনি কেন মন্তব্য করতে চাইছেন না বলে পাল্টা প্রশ্ন তোলেন পূজা। অমিতাভ বচ্চন সম্পর্কে ওই ধরনের মন্তব্য করার পর পরই বিষয়টি নিয়ে জোর সমালোচনা শুরু করেন নেটিজেনদের একাংশ। শুধু তাই নয়, পূজা ভাটকে ‘মদ্যপ’ বলেও কটাক্ষ শুরু করে নেট জনতা।


দেখুন সেই টুইট..


 





যদিও, সোশ্যাল সাইটে সমালোচনার মুখে পড়ে পাল্টা মন্তব্যও করেন বলিউড অভিনেত্রী। মদ্যপানের নেশা থেকে নিজেকে কীভাবে ক্রমশ দূরে সরিয়ে এনে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসা যায়, তিনি তা বুঝতে শুরু করেছেন বলেও মন্তব্য করেন পূজা ভাট।