কোথায় বসবে অনিল কন্যা সোনামের হাই প্রোফাইল বিয়ের আসর

৭ মে থেকে ১০ মে-র মধ্যেই দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে পরিণয়বদ্ধ হবেন অনিল কাপুরের মেয়ে।

Updated By: Apr 23, 2018, 02:41 PM IST
কোথায় বসবে অনিল কন্যা সোনামের হাই প্রোফাইল বিয়ের আসর

নিজস্ব প্রতিবেদন : সুইতজারল্যান্ডে নয়, মুম্বইতেই বসবে সোনাম কাপুরের বিয়ের আসর। ৭ মে থেকে ১০ মে-র মধ্যেই আনন্দ আহুজার সঙ্গে পরিণয়বদ্ধ হবেন অনিল কাপুরের মেয়ে।

সুইতজারল্যান্ডে বিয়ে বাতিল হলেও, মুম্বইতেই বসবে সোনাম-আনন্দের হাই প্রোফাইল বিয়ের আসর। জানা যাচ্ছে, আপতত অনিল কাপুরের স্ত্রী সুনীতা কাপুরের দিদি কবিতা সিং-এর বাড়িতে রয়েছেন সোনাম। ব্যান্দ্রা বাসস্ট্যান্ড লাগোয়া বিলাসবহুল ওই বাড়ি থেকে বিয়ের তোড়জোড় শুরু করেছেন বলিউড অভিনেত্রী।

আরও পড়ুন : কালো-সোনালী লেহেঙ্গায় কার সঙ্গে নাচছেন সোনাম, ভাইরাল ভিডিও

জানা যাচ্ছে, হিন্দু রীতিনীতি মেনেই হবে সোনাম-আনন্দের বিয়ে। মুম্বইতে সোনামের ৩৫ কোটির বাংলোয় বসবে মেহেন্দির আসর। শহর-র দ্য লীলা-তে বসবে সোনামের বিয়ের সঙ্গীত ফাংশন। এবং সেখানেই বসবে বিয়ের আসর। ‘পঞ্জাবি কুড়ি’-র বিয়ে, তাই সঙ্গীতে দেখা যাবে পঞ্জাবি তড়কা। ফারহা খানের করিওগ্রাফি মেনেই সোনাম-আনন্দের সঙ্গীতের তোড়জোড় শুরু করা হয়েছে বলেও জানা যাচ্ছে।

আরও পড়ুন : জাহ্নবী কার মেয়ে? শ্রীদেবী কন্যাকে নিয়ে প্রকাশ্যে গুঞ্জন

এদিকে বিয়ের পর নাকি দিল্লিতে উড়ে যাবেন সোনাম কাপুর। সেখানেই সোনাম-আনন্দের হাই প্রোফাইল রিসেপশন বসবে বলেও শোনা যাচ্ছে।

.