ওয়েব ডেস্ক: মিথ ভাঙতে একেবারে উঠে পড়ে লেগেছেন পুনম পান্ডে। অবশ্য সেটা যদি মিথ হয়, তাহলেই ভাঙার প্রশ্ন ওঠে। পুনম ওসব মানতে নারাজ। পুনম নিজেই বলছেন মিথ, আবার নিজেই সেটা ভাঙার কথা বলছেন। আসলে ব্যাপারটা হল পুনম এবার ভূতের চরিত্রে অভিনয় করতে চলেছেন।


সেই বিষয়ই এক তত্ত্ব বের করেছেন বলিউডের নাশা গার্ল। বলছেন, ''ভূতের চরিত্রে অভিনয় করতে অনেকসময়ই সুন্দরী সেক্সি অভিনেত্রীদের বেছে নেওয়া হয়। কিন্তু সুন্দরী ভূতরা দর্শকদের হতাশই করেন।'' এই প্রসঙ্গে পুনম উদাহরণ দিয়েছেন সানি লিওনকে নিয়ে। পুনম বলছেন, সানিও বলিউডে ভয়ের সিনেমায় অভিনয় করছে। কিন্তু সে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। পুনম এখানেই চ্যালেঞ্জের সুরে বলেছেন, 'আমি যা করব সেটা সানি লিওনও পারেনি'।