জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে গিয়ে পরীমনির(Pori Moni) প্রশংসায় পঞ্চমুখ পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। অভিনেতা বলেন যে তাঁর মনে হল পরীমনি হলেন ‘পাওয়ার হাউস অব ট্যালেন্ট’ কিন্তু তাঁর অভিনয়ক্ষমতা ভালোভাবে ব্যবহার করতে পারেন না পরিচালকরা। পরমব্রতর মুখে এই প্রশংসা শুনে অবাক পরীমনি। এমনকী এই কথা যেন কিছুতেই বিশ্বাস হচ্ছিল না অভিনেত্রীর। তিনি জানান যে পরমের মুখে এই কথা শুনে তাঁর নতুন উপলব্ধি হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Anant Ambani-Radhika Merchant's Haldi: অনন্ত-রাধিকার গায়ে হলুদ! কয়েকহাজার টগর আর ৯০ গাঁদা দিয়ে তৈরি হল কনের পোশাক-গয়না...


পরমব্রতর কথা শুনে মুগ্ধ পরীমনি। পরমব্রতর মুখ থেকে শোনা কথাটা ফেসবুক স্ক্রল করতে করতে নজরে আসে পরীমনির। বাংলাদেশের প্রথম সারির এক সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘প্রথমে তো মুগ্ধ হয়ে কতক্ষণ শুনছি। দু–তিনবার টেনে টেনে শুনেছি। পরে ভেবেছি, মানুষকে নানাভাবে আমরা অপমান–অপদস্থ করতে পারি। প্রশংসা নাই–ই করতে পারি। কিন্তু এসবের কারণে দিন শেষে মানুষটার যে চেষ্টা, এসবও একসময় ডাউন হয়ে যায়। পরমব্রত কিন্তু ভালো অভিনয় করেন। ভালো এই, ভালো সেই, দেখতে সুন্দর—এসব বলতে পারত। তিনি কী বলেছেন, পাওয়ার হাউস অব ট্যালেন্ট...। এই লাইনের গভীরতা হজম করতে আমার এত বেশি সময় লাগছে যে বলে বোঝাতে পারব না। তাই আমি বারবার টেনে টেনে দেখছি। মানুষকে কীভাবে প্রশংসা করতে হয়, সেটা আসলে আমরা অনেক ক্ষেত্রে শিখিইনি।’


পরীমনি আরও বললেন, ‘আমি বুঝলাম, প্রশংসাও আমাদের খুব বুঝেশুনে করতে হয়। পরমব্রতর মতো শিল্পীর মুখ থেকে এমন কথা শোনার পর মন খারাপ হয় আমার...। ভাবলাম, আসলেই তো আমার অনেক দারুণ দারুণ সব কাজ করার কথা ছিল। কিন্তু হয়নি। হয়ে ওঠেনি। সময় তো সময়ের মতো চলে যাচ্ছে। কিন্তু আর বেশি দূর যেতে দেওয়া উচিত নয়। আমাকে আমার মতো কাজ করতে হবে। করছিও আমার মতো করে। তবে তাঁর কথাটাও আমার মাথায় থাকবে। যেভাবে বললেন, স্ক্রিন প্রেজেন্স নিয়ে, এই কথার অর্থটা আমি বুঝেছি। তাই তো পরের কোনো একটা ভিডিওতে এমন দেখতে চাই, শুনতে চাই—পরীমনির  এই কাজ আমার ভালো লেগেছে। উদাহরণের জন্য হলেও অনেক চমৎকার কাজ করতে চাই। তিনি বলেছেন, পরীমনির কিছু কাজ দেখেছি। কিন্তু তিনি কিন্তু নাম বলতে পারেননি। এর মানে আমার কোনো কাজ তাঁর মনে সেভাবে দাগ কাটতে পারেনি। পরমব্রতর মনে দাগ কাটার মতো কাজ করতে চাই। পরমব্রতর এই কথার মান যেন আমি রাখতে পারি, এমন এমন সব কাজ করব। তাঁর কথাগুলো আমাকে ভাবিয়েছে।’


আরও পড়ুন- Jacqueline Fernandez: মুক্তি নেই সুকেশ মামলায়, ফের জ্যাকুলিনকে ডেকে পাঠাল ED...


শিল্পীদের কোনও দেশভাগ থাকে না, এমনটাই মনে করেন পরী ও পরম দুজনেই। পরীমনি বলেন, ‘এত চমৎকার এবং মায়া দিয়ে বললেন যে বিশ্বাস করতেও সময় লেগেছিল।’  অভিনেত্রী জানান যে পরমব্রতর কাছ থেকে এমন প্রশংসা শুনে তাঁর মন খারাপ। পরমব্রতর কথার মান রাখতে মরিয়া নায়িকা। 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)