নিজস্ব প্রতিবেদন : পর্নোগ্রাফি (Pornography) কাণ্ডে গ্রেফতারের পর শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)র বিরুদ্ধে উঠে আসছে একের পর এক তথ্য। এবার Zee নিউজ-র হাতে উঠে এল পর্নোগ্রাফি কাণ্ডে আরও দুই অভিযুক্ত উমেশ কামাত (Umesh Kamat) ও যশ ঠাকুরের (Yash Thakur) হোয়াটসঅ্যাপ চ্যাট। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কী রয়েছে সেই কথোপকথনে?


উমেশ ও যশ ঠাকুুরের যে হোয়াটসঅ্যাপ সামনে এসেছে তাতে স্পষ্ট তাঁদের সেই কথাবার্তা হয়েছিল পর্নোগ্রাফি মামলায় গহনা বশিষ্ঠকে গহনা বশিষ্ট গ্রেফতার পর। তাঁদের কথাবার্তা থেকে বোঝা যাচ্ছে, তাঁরা কিছুটা ঘাবড়ে গিয়েছেন। প্রসঙ্গত যশ ঠাকুর হল পর্নোগ্রাফির ডিজিটাল প্ল্যাটফর্ম Nueflix-র মালিক। আর উমেশ কামাত রাজ কুন্দ্রার সহকারী।


৭ ফেব্রুয়ারির চ্যাটে দেখা যাচ্ছে...


যশ ঠাকুর- জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। আজ রাতের মধ্যে ওকে মুক্তি দিতে আমার ৮ লক্ষ টাকা চাই।


উমেশ কামাত- কিন্তু ব্যাঙ্ক টাকা তুলবেন কীভাবে? এখনই ওর ফোন বন্ধ আসছে। আপনিই আমাকে বলুন কী করতে হবে...


যশ ঠাকুর - সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে, এখন এটা দীর্ঘ লড়াইয়ের বিষয়।  


উমেশ কামাত - Nueflix-র নাম উঠে এসেছে কী?


আরও পড়ুন-তাঁর স্বামী নির্দোষ, পর্ন ছবি তৈরি করেন নি Raj, দাবি Shilpa Shettyর




আরো পড়ুন-আফ্রিকার ব্যাঙ্ক থেকেও Rajর আর্থিক লেনদেন, হদিশ পেলেন তদন্তকারীরা


যশ ঠাকুর - এখনও না, তবে ওকে যদি আদালতে তোলা হয়, তাহলে সবার নামই সামনে আসবে। তোমার HotShots( উমেশ কামাত) আর Nueflix, ওকে বের হতেই হবে। অন্যথায় আমি জানি না কোথায় এই সমস্যাটি পৌঁছবে! তবে আমার এখনও সন্দেহ রয়েছে। তুমি খোঁজ নাও তো, যখন গহনার কাছে কোনও Nueflix-র প্রকল্প ছিল না, গহনাকে Hothit-র কাস্টিংয়ের জন্য এই ফাঁদ পুলিসই তৈরি করেছে। আর নয় তো গহনা Hothit-র সঙ্গে যুক্ত। রোভা ওরফে ইয়াসমিন খান যদি তোমার (উমেশ কামাত), গহনার আর মুকেশের নাম নিত তাহলে পুলিশ কেন শুধু গহনার বাড়ি যাবে?


সংক্ষিপ্ত কথোপকথনের পরে, যশ ঠাকুর গহনার গ্রেফতারের খবরের বেশকিছু লিঙ্ক হোয়াটসঅ্যাপে পোস্ট করেন। আর এরপর উমেশ কামাত বলেন "আমি একমাস শিমলায় যাবার কথা ভাবছি। ওখানে শুটিংও করে নেব"।


এরপর ফের যশ ঠাকুর লেখেন, সেটাই ভালো, আপনি যদি নিরাপদে থাকেন তবে আমার মনেও শান্তি থাকবে। উত্তরে উমেশ কামাত বলেন, আমি তাহলে চললাম।



প্রসঙ্গত, পর্ন কাণ্ডে ইতিমধ্যে 'নিউফ্লিক্স'- (Neufilx)র কর্ণধার যশ ঠাকুরকে 'ওয়ান্টেড' তকমা দিয়ে লুকআউট নোটিস জারি করল মুম্বই পুলিস (Mumbai Police)। এর আগে লন্ডনের সংস্থা কেনরিন প্রোডাকশন হাউসের কর্ণধার প্রদীপ বক্সীর বিরুদ্ধেও লুকআউট নোটিস জারি করা হয়েছে।আর রাজ কুন্দ্রা ও উমেশ কামাত দুজনেই পুলিস হেফাজতে রয়েছেন।


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)