মা বাংলার, দুর্গা পুজোয় সেজে উঠলেন পতৌদির নবাবও, দেখুন ভিডিয়ো
সইফ যখন লন্ডনে দুর্গা পুজো দেখছেন, সেই সময় কলকাতায় পুজোর প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছেন সোহা
নিজস্ব প্রতিবেদন: বাঙালি এবং দুর্গা পুজো যেন একে অপরের সঙ্গে অতপ্রোতভাবে জড়িত। সেই কথাই এবার সবার সামনে তুলে ধরলেন সইফ আলি খান এবং সোহা আলি খান। পুজোয় 'হাউস অফ পতৌদি'-র বিজ্ঞাপনে এবার দেখা গেল সইফ আলি খান এবং সোহা আলি খানকে।
আরও পড়ুন : 'আমার সঙ্গে একই গাড়িতে যাবেন?' জাহ্নবীর ব্যবহারে প্রশংসা নেটিজেনদের
যেখানে দুই ভাইবোনকে একসঙ্গে দুর্গা পুজোয় অংশ নিতে দেখা যায়। বিজ্ঞাপনে দেখা যায়, সইফ যখন লন্ডনে দুর্গা পুজো দেখছেন, সেই সময় কলকাতায় পুজোর প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছেন সোহা। এই বিজ্ঞাপনে ভাই-বোনকে একে অপরের সঙ্গে বাংলায় কথা বলতে শোনা যায়।
আরও পড়ুন : নাগার্জুনার বাগান বাড়ি থেকে উদ্ধার পচাগলা দেহ, জোর জল্পনা
শর্মিলা ঠাকুর বাড়ির মেয়ে। তাই বাঙালিয়ানা যাঁর শিকড়ে, তাঁর সন্তানরা যে বাংলা বলতে পারবেন এবং দুর্গা পুজোয় অংশ নেবেন, 'হাউস অফ পতৌদি'-র বিজ্ঞাপনে তা আরও একবার পরিষ্কার হয়ে যায়।
দেখন সেই ভিডিয়ো...