`সঙ্ঘমিত্রা`, আসছে `বাহুবলী ফিমেল ভার্সন`
হিন্দি, তামিল, তেলেগু, আপাতত এই তিন ভাষাতেই আসতে চলেছে দক্ষিণী ছবি `সঙ্ঘমিত্রা`, যার পোস্টার দেখে অনেকেই বলছে এই ছবি `বাহুবলী ফিমেল ভার্সন`। `সঙ্ঘমিত্রা` একটি ভারতীয় মহাকাব্য যা মূলত ঐতিহাসিক পটচিত্রের ওপরই লেখা হয়েছে। আর সেই মহাকাব্যকে সিনেমার পর্দায় ফুটিয়ে তুলেছেন লেখক নিজেই। সুন্দর সি নিজের মহকাব্যকেই রূপ দিয়েছেন সিনেমার, তিনিই এই ছবির পরিচালক। মুখ্য ভূমিকায় রয়েছেন কিংবদন্তী অভিনেতা কমল হাসানের কন্যা শ্রুতি হাসান।
ওয়েব ডেস্ক: হিন্দি, তামিল, তেলেগু, আপাতত এই তিন ভাষাতেই আসতে চলেছে দক্ষিণী ছবি 'সঙ্ঘমিত্রা', যার পোস্টার দেখে অনেকেই বলছে এই ছবি 'বাহুবলী ফিমেল ভার্সন'। 'সঙ্ঘমিত্রা' একটি ভারতীয় মহাকাব্য যা মূলত ঐতিহাসিক পটচিত্রের ওপরই লেখা হয়েছে। আর সেই মহাকাব্যকে সিনেমার পর্দায় ফুটিয়ে তুলেছেন লেখক নিজেই। সুন্দর সি নিজের মহকাব্যকেই রূপ দিয়েছেন সিনেমার, তিনিই এই ছবির পরিচালক। মুখ্য ভূমিকায় রয়েছেন কিংবদন্তী অভিনেতা কমল হাসানের কন্যা শ্রুতি হাসান।
আট দশকের এক সাম্রাজ্য নিয়েই এই গল্প। সাম্রাজ্য বাঁচাতে সম্রাজ্ঞীর প্রাণপণ লড়াইয়ের ছবিই চিত্রায়িত হয়েছে 'সঙ্ঘমিত্রা'য়। এই ছবির সঙ্গীত পরিচালনায় রয়েছেন অস্কার জয়ী কিংবদন্তী এ আর রহমান। এই ছবির আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন সভু সিরিল।
উল্লেখ্য, এই ছবির জন্য নিজেকে যথাযথ ভাবে প্রশিক্ষিত হয়েছেন ৩১ বছর বয়সী অভিনেত্রী শ্রুতি হাসান। 'সঙ্ঘমিত্রা'র জন্য অস্ত্র শিক্ষার প্রশিক্ষণ নিয়েছেন তিনি। সেই ভিডিও আগেই সোশ্যাল মিডিয়ায় এসেছে এবং সিনেপ্রেমীর মমনেও গভীর রেখাপাত করেছে। এবার প্রকাশ হল ছবির পোস্টার। দেখুন সেই পোস্টার-