মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই দুর্গাপুরে গ্রেপ্তার তৃণমূলের সহ সভাপতি সহ প্রাক্তন কাউন্সিলর । বৃহস্পতিবার রাতেই দুর্গাপুরের কোকওভেন থানা ৪২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কি পাঁজার স্বামী রিন্টু পাঁজা ও তৃণমূলের ৩ নম্বর ব্লকের প্রাক্তন সাধারণ সম্পাদক অরবিন্দ নন্দীকে থানায় নিয়ে আসে। রিন্টু পাঁজা বর্তমানে তৃণমূলের ৩ নম্বর ব্লকের সহ-সভাপতি। শুক্রবার ভোরে তাঁদের দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ। রিন্টু ও অরবিন্দের বিরুদ্ধে লোহা পাচারের অভিযোগ করা হয়েছে। সকালে ধৃত দুইজনকেই দুর্গাপুর থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে তোলা হয় দুর্গাপুর মহকুম আদালতে। ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা তাতেই বাড়ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এই অভিযোগ তুলে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই বলেন,"দুর্নীতি ঢাকতে আই ওয়াস করতে চাইছে রাজ্য সরকার। তৃণমূল নেতাদের গ্রেপ্তার করে নাটক দেখানো হচ্ছে।"