প্রভাসের `সাহো`র মুক্তির দিন পিছোচ্ছে!
এই ছবিতে প্রভাসের সঙ্গে শ্রদ্ধা কাপুরের জুটি সিনেমাপ্রেমীদের নতুন পাওনা।
নিজস্ব প্রতিবেদন: 'বাহুবলী'র পর প্রভাসের 'সাহো'র মুক্তি নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে 'সাহো'র টিজার। যেখানে এক্কেবারেই অন্য মোড়কে দেখা গেছে 'বাহুবলী' তারকাকে। এই ছবিতে প্রভাসের সঙ্গে শ্রদ্ধা কাপুরের জুটি সিনেমাপ্রেমীদের নতুন পাওনা।
১৫ অগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল প্রভাস-শ্রদ্ধার 'সাহো'। তবে শোনা যাচ্ছে, 'সাহো'র মুক্তির দিন নির্মাতাদের তরফে পিছিয়ে দেওয়া হয়েছে। সাহোর পোস্ট প্রোডাকশনের বেশকিছু কাজ বাকি রয়েছে। সেই কাজ শেষ হতে আরও বেশকিছুটা সময় লাগবে। আর সেকারণেই পিছিয়ে দেওয়া হয়েছে ছবি মুক্তির দিন। খুব সম্ভবত, আগামী ৩০ অগস্ট মুক্তি পেতে পারে ছবিটি। যদিও এবিষয়ে নির্মাতাদের তরফে এখনও কিছু জানানো হয়নি। ছবির ট্রেলার কবে প্রকাশ্যে আনা হবে এখনও সে দিনটিও চূড়ান্ত হয়নি। তবে খুব শীঘ্রই ট্রেলার প্রকাশ্যে আনা হবে বলে খবর।
আরও পড়ুন-লড়াই শেষ, প্রয়াত সাতের দশকের অভিনেতা স্বরূপ দত্ত