নিজস্ব প্রতিবেদন: ছিঁছোড়ের পর এবার রামায়ণ বানানোর পরিকল্পনা করছেন পরিচালক নীতিশ তিওয়ারি। শোনা যাচ্ছে, নীতিশ তিওয়ারির 'রামায়ণ'এ নায়ক নয় বরং খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে প্রভাসকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হ্যাঁ ঠিকই ধরেছেন। নীতিশের রামায়ণে প্রভাসকেই রাবণের ভূমিকায় ভাবা হয়েছে বলে খবর। 'বাহুবলী'তে প্রভাসের যে চরিত্রটির জন্য তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন, তাঁর সেই চরিত্র খানিকটা রামায়ণের রামের আধারে আঁকা হয়েছিল। তবে এবার যদি প্রভাসকে রাবণের ভূমিকায় দেখা যায়, তবে সেটা হবে তাঁর বাহুবলীর চরিত্রের এক্কেবারেই বিপরীত। এদিকে এই ছবিতে রাম-সীতার ভূমিকায় ভাবা হয়েছে দীপিকা পাড়ুকোন ও হৃত্বিক রোশনকে। ছবির নির্মাতারা মনে করছেন, ছবির এই কাস্ট যদি এক্কেবারে ঠিক থাকে, তাহলে প্রতিটি চরিত্রের এই অভিনেতা-অভিনেত্রীরা এক্কেবারেই মাননসই হবেন। 


আরও পড়ুন-শাড়ি পরেই ফুটবল মাঠে, গোল করে তাক লাগালেন শ্রাবন্তী




৬০০ কোটি টাকা বাজাটে তৈরি হতে চলেছে এই ছবি। শোনা যাচ্ছে হিন্দি, তামিল, তেলুগু ভাষাতে গোটা দেশে মুক্তি পেতে চলেছে এই ছবি। খুব শীঘ্রই এই ছবি নিয়ে ঘোষণা করতে চলেছেন নির্মাতারা।


আরও পড়ুন-দেশ জয় করে, এবার কি বিদেশ যাচ্ছেন রানু?