নিজস্ব প্রতিবেদন : পরিচালক রাজামৌলির ছেলে এস এস কার্তিকেয়-র বিয়ের অনুষ্ঠান উপলক্ষ্যে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড় তাবড় ব্যক্তিত্ব এখন রয়েছেন রাজস্থানের জয়পুরে। সেখানের একটি পাঁচতারা হোটেলে হচ্ছে বিয়ের অনুষ্ঠান। শনিবার সকালে মেহেন্দির অনুষ্ঠানের পর রাতে ছিল এস এস কার্তিকেয় ও পূজা প্রসাদের সঙ্গীত-এর অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে জমিয়ে নাচলেন প্রভাস, রানা দগ্গুবাতি, রামচরণের মতো তারকারা। ইতিমধ্যেই সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে প্রভাস, রানার নাচের সেই ভিডিও...






COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে শুধু প্রভাস, রানারাই নয়, নিজের ছেলের সঙ্গীতের অনুষ্ঠানে স্ত্রীর রামা রাজামৌলির হাত ধরে জমিয়ে নাচলেন পরিচালক এস এস রাজামৌলিও। সেই ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।





এদিকে রাজামৌলির ছেলের বিয়েতে শুধু দক্ষিণের তারকারাই নয়, হাজির ছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন ও তাঁর গোটা পরিবার।  সেই ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুস্মিতা। যেখানে দেখা গেছে সুস্মিতা সেন ও তাঁর মা-বাবা শুভ্রা সেন, সুবীর সেন, ভাই রাজীব সেন, সুস্মিতার দুই মেয়ে রিনি ও আলিশা সেন ও প্রেমিক রোহমান শলকেও।



জানা যাচ্ছে, জয়পুরের ফেয়ারমন্ট হোটেলে হচ্ছে রাজামৌলির ছেলের বিয়ের অনুষ্ঠান।