নিজস্ব প্রতিবেদন : সোমা ও সুনন্দ-র নতুন সংসার, মাত্র ১ বছরের বিবাহিত জীবন। সুনন্দ বনবিভাগের কর্মী, বিহারের বাড়ি এলাকায় কর্মরত। সুনন্দর সঙ্গে সেখানেই থাকেন সোমা। তবে স্বামীর সংসারে মন বসে না, সোমার মন পড়ে রয়েছে ওঁর ভালোবাসার মানুষের কাছে। বুদ্ধদেব গুহর ছোটগল্প অবলম্বনে সোমা-সুনন্দের গল্প নিয়েই তৈরি হয়েছে পরিচালক অনুরাগ পাতির ছবি 'প্রাপ্তি'। যা মুক্তি পেতে চলেছে আগামী ১০ জুন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'প্রাপ্তি'তে অভিনয় করেছেন সমদর্শী দত্ত, প্রত্যুষা রোজলিন, দেবদূত ঘোষ, অনন্যা পাল ভট্টাচার্যের মত অভিনেতারা। ছবির গল্পে দেখা যাবে, সোমা তাঁর ভালোবাসার মানুষকে একেরপর এক চিঠি লিখলেও কোনও উত্তরই মেলে না। এরপর হঠাৎ একদিন সুনন্দ-র কাজের জায়গায় দেখা করতে আসেন সোমার 'বেদেদা'। প্রেমিককে পেয়ে খুশিতে উচ্ছ্বসিত সোমা। সেই প্রেমিক যুগলের বিশেষ দিনের প্রেমের মুহূর্তকে চিত্রনাট্যে তুলে ধরেছেন পরিচালক অনুরাগ পাতি। 


আরও পড়ুন-Akshay Kumar : দর্শক কম হওয়ায় শো বাতিল, এ কী হাল অক্কির 'পৃথ্বীরাজ'-এর!



ইতিমধ্যেই ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হিরালাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে অনুরাগ পাতির 'প্রাপ্তি'। আর এবার দর্শক দরবারে মুক্তি পেতে চলছে ছবিটি। ছবি মুক্তির দিন আসন্ন ঠিকই তবে সেই খুশির সঙ্গেও অনেকটা খারাপ লাগা মিশে রয়েছে পরিচালক অনুরাগ পাতির মনে। সেই খারাপ লাগা হল প্রিয় লেখক বুদ্ধদেব গুহকে হারানোর। কারণ, ছবি মুক্তির আগেই গত বছর ২৯ অগস্ট হারাতে হয়েছে বুদ্ধদেব গুহকে। ছবিটি ভীষণইভাবেই দেখতে চেয়েছিলেন তিনি। তাই বুদ্ধদেব গুহকে নিজের ছবিটি দেখানোর ইচ্ছাটা অপূর্ণই রয়ে গেল পরিচালক অনুরাগ পাতির। 


আরও পড়ুন-Abhishek Chatterjee: অভিষেকের ছবি সঙ্গে নিয়ে ব্যাংকক যাওয়ায় কটাক্ষের শিকার, ট্রোলের জবাব দিলেন স্ত্রী সংযুক্তা



 ছবিতে মোট তিনটি গান ব্যবহার করা হয়েছে। গানগুলি লিখেছেন রিতম সেন। সুর দিয়েছেন শ্রাবণ ভট্টাচার্য। গান গেয়েছেন রেখা ভরদ্বাজ, অমৃতা সিং। আবহ সঙ্গীত পরিবেশন করেছেন প্রিয়াঙ্ক দাস, শুভদীপ মজুমদার। ছবির সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন সৌরভ বন্দ্যোপাধ্যায়, সম্পাদনায় পবিত্র জানা। শব্দ প্রক্ষেপণের তীর্থঙ্কর মজুমদার, শিল্প নির্দেশনে কাঞ্চন চট্টোপাধ্যায় ও সেনজিৎ হালদার। প্রান্তিকা প্রোডাকশনস-এর ব্যানারে নির্মিত এই ছবি 'প্রাপ্তি'র নিবেদেক প্রত্যুষা রোজলিন। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)