Dostojee billboard at Times Square: টাইম স্কোয়ারের দৈত্যাকার বিলবোর্ডে `দোস্তজী`, বাংলা ছবির ইতিহাস তৈরি
ফেসবুকে প্রসূন লিখেছেন, `অনুভূতিটা আসলে ঠিক কেমন সেটা লিখে অথবা বলে বোঝাতে পারবনা। যখন নিজের দেশে, নিজের শহরে `দোস্তজী` রিলিজ হয়েছিল তখন আমরা একটা বড় পোস্টার, একটা হোর্ডিং, কিছুই দিতে পারিনি, আমাদের অর্থনৈতিক সামর্থ্য ছিলনা। তবুও সেই ছবি বাংলার দর্শকদের ভালবাসায় একটানা বারো সপ্তাহ সিনেমাহলে চলেছে।`
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা ছবিতে ইতিহাস গড়ল দোস্তজী। নিউ ইয়র্ক শহরের বিখ্যাত টাইম স্কোয়ারে দৈত্যাকার বিলবোর্ডে ফুটে উঠছে মুর্শিদাবাদের দুই খুদেকে নিয়ে তৈরি এই ছবির ঝলক। টাকার অভাবে নিজের দেশে পোস্টারও লাগাতে পারেননি পরিচালক। তবে সেই খেদ ছাপিয়ে আবেগতাড়িত প্রসূন চট্টোপাধ্যায়। ফেসবুকে প্রসূন লিখেছেন, 'অনুভূতিটা আসলে ঠিক কেমন সেটা লিখে অথবা বলে বোঝাতে পারবনা। যখন নিজের দেশে, নিজের শহরে 'দোস্তজী' রিলিজ হয়েছিল তখন আমরা একটা বড় পোস্টার, একটা হোর্ডিং, কিছুই দিতে পারিনি, আমাদের অর্থনৈতিক সামর্থ্য ছিলনা। তবুও সেই ছবি বাংলার দর্শকদের ভালবাসায় একটানা বারো সপ্তাহ সিনেমাহলে চলেছে।'
আরও পড়ুন, Swara Bhasker: হঠাৎ কান্নায় ভেঙে পড়লেন স্বরা! কেনই বা লুকিয়ে কাঁদলেন নায়িকার বাবাও?
বন্ধু-বন্ধুত্ব নিয়ে সারা পৃথিবীতে প্রায় সব ভাষায় তৈরি হয়েছে একাধিক ছবি। সেইসব ছবিতে উঠে এসেছে বন্ধুতার হাজারও আখ্যান। সেই সব আখ্যানে নতুন করে জায়গা করে নিয়েছে বাংলার দুই খুদে অভিনেতা আশিক শেখ ও আরিফ শেখ। মুর্শিদাবাদের ডোমকলের অন্তর্ভুক্ত ভগীরথপুরের বাসিন্দা তাঁরা। তাঁদের নিয়েই পরিচালক প্রসূন চট্টোপাধ্যায় তৈরি করেছেন তাঁর প্রথম ফিচার ফিল্ম ‘দোস্তজী’। এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি আরও লেখেন, 'আমেরিকাতে এসে জানতে পারলাম 'দোস্তজী' র টিজার/ট্রেইলার চলছে নিউ ইয়র্ক শহরের বিখ্যাত টাইম স্কোয়ারের বিশাল দানবীয় সব বিলবোর্ডে। যেখানে হলিউডের সব তাবড়-তাবড় ছবির টিজার/ট্রেইলার চলে সেখানে বাংলা ভাষার এক ছবি!! বাংলা ভাষার প্রথম ছবি হিসেবে 'দোস্তজী' চললো টাইম স্কোয়ারের বিলবোর্ডে। নিউ ইয়র্ক শহরের টাইমস স্কোয়ারে বাংলা ছবির এক ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম আমি নিজেও।'
প্রসঙ্গত, ২০২১-এর নভেম্বরে মুক্তি পেয়েছিল প্রসূন চট্টোপাধ্যায়ের ছবি 'দোস্তজী'। এছাড়াও কানাডার ১৫টি শহর, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ১০টি শহর, আরব দেশের আবু ধাবি, শারজা, দুবাই ও আজমানেও মুক্তি পাচ্ছে ‘দোস্তজী’। এছাড়াও জাপানের 'নারা আন্তর্জাতিক চলচিত্র উৎসব'-এ শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারের পাশাপাশি ‘গোল্ডেন শিকা’ জিতেছে ছবিটি। লন্ডনের 'ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য 'আর্টস কাউন্সিল অফ ইংল্যান্ড' থেকেও পুরস্কার পেয়েছে বঙ্গ তনয়ের এই সৃষ্টি । এর পাশাপাশি নয়া পালক জুড়ল ছবির মুকুটে। প্রথম কোনও বাংলা ছবি ট্রেলার দেখা গেল টাইম স্কোয়ারে।
আরও পড়ুন, Threat to Salman: ' ম্যাটার ক্লোজ করনা হ্যায়', সলমন খানকে ফের হুমকি কুখ্যাত ডনের