Prasun Gayen : `অভিমান থেকেই ইন্ডাস্ট্রি ছাড়ার কথা বলেছিলাম, দেখলাম অনেকেই ভালোবাসেন...`
প্রসূনের কথায়, `অনেকেই এটা নিয়ে কমেন্ট করেছিলেন, Zee থেকে ফোন করে ওদের ইনহাউজ কাজ করার কথা বলে, ওদের এই প্রস্তাব ভালো লেগেছিল। এছাড়াও আরও অনেকেই আছেন, যাঁরা আমায় ফোন করে বলেছিলেন, তোমার তৈরি একটা আলাদা দর্শকশ্রেণি রয়েছে। তুমি অভিমান করো না। আমাদের সঙ্গে কাজ করো। এখন চারিদিকে দেখছি, পরিস্থিতি বদলাচ্ছে। এই যে `দোস্তোজি`, `ঝিল্লি`র মতো একটু অন্যধরনের ছবি হচ্ছে। তথাকথিত দক্ষিণী ছবির কপিপেস্ট হওয়া অনেকটাই বন্ধ হয়েছে। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে কুমার চৌধুরী বললেন, এই ছবিতে লিড চরিত্রটি তুই কর। তাই না বলতে পারিনি।`
রণিতা গোস্বামী : মাস ছয়েক আগের কথা, হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে বসেছিলেন তিনি নাকি ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়ছেন। গত ২৩ জুন অভিনেতা প্রসূন গাইন-এর এমন ঘোষণায় শোরগোল পড়ে গিয়েছিল। হতাশ হয়েছিলেন অভিনেতার বহু অনুরাগী। যদিও কাউকে দোষ না দিয়েই বলেছিলেন, বিভিন্ন মানসিক ও রাজনৈতিক প্রভাব একজন শিল্পীকে শেষ করে দেয়, আমিও কিছুটা তার শিকার। তবে এবার প্রসূন গাইনের অনুরাগীদের জন্য রয়েছে সুখবর। সকলের ভালোবাসা পেয়েই আবারও তিনি পর্দায় ফিরছেন। সৌজন্যে পরিচালক কুমার চৌধুরীর নতুন ছবি, 'সব খবরই বিশেষ নয়'।
ইন্ডাস্ট্রির ছাড়ার কথা বলেও আবারও ফিরে আসার সিদ্ধান্ত নিলেন কীভাবে? এবিষয়ে Zee ২৪ ঘণ্টা ডিজিটালের তরফে সরাসরি যোগাযোগ করা হয় অভিনেতা প্রসূন গাইনের সঙ্গে। অভিনেতা বলেন, 'আমি ইন্ডাস্ট্রির ছাড়ছি বলেছিলাম ঠিকই, তবে তার সঙ্গে এটাও বলেছিলাম যদি পরিস্থিতি বদলায় তাহলে আবারও ফিরে আসব। আমার ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণায় বহু অনুরাগী হতাশ হয়েছিলেন। অনেকেই এটা নিয়ে কমেন্ট করেছিলেন, Zee থেকে ফোন করে ক্রিয়েটিভ হেড সৃজিতদা ওদের ইনহাউজ কাজ করার কথা বলেন। ওদের এই প্রস্তাব ভালো লেগেছিল। এছাড়াও আরও অনেকেই আছেন, যাঁরা আমায় ফোন করে বলেছিলেন, তোমার তৈরি একটা আলাদা দর্শকশ্রেণি রয়েছে। তুমি অভিমান করো না। আমাদের সঙ্গে কাজ করো। তোমার যে খারাপ লাগা আছে, সেটা মিটে যাবে। তাছাড়া চারিদিকে দেখছি, পরিস্থিতি বদলাচ্ছে। এই যে 'দোস্তোজি', 'ঝিল্লি'র মতো একটু অন্যধরনের ছবি হচ্ছে। তথাকথিত দক্ষিণী ছবির কপিপেস্ট হওয়া অনেকটাই বন্ধ হয়েছে। অনেকেই চেষ্টা করছেন, অন্যধরণের ছবি বানানোর, দর্শক সেটা পছন্দও করছেন। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে কুমার চৌধুরী বললেন, এই ছবিতে লিড চরিত্রটি তুই কর। তাই না বলতে পারিনি। আসলে আমার টাকা পয়সা বিশাল কোনও চাহিদা কোনওদিনই নেই, শুধু ভালো চরিত্র, আর ভালো হাউসের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম।'
আরও পড়ুন-'সূর্যোদয় আমার কাছে এখন ভীষণই গুরুত্বপূর্ণ...', বলছেন অসুস্থ বরুণ
আর পড়ুন-৯ হাজার কোটির তছরুপ! এবার সেই বিজয় মালিয়ার ভূমিকায় অনুরাগ কাশ্যপ...
প্রসূনের কথায়, 'আসলে পরপর ধাক্কা খেয়ে অভিমান থেকেই ইন্টারভিউয়ে ইন্ডাস্ট্রি ছাড়ার কথা বলেছিলাম। আসলে এই ইন্ডাস্ট্রিতে তো অনেকেই ব্যবহার করেন। আজ এসো না, কাল এসো না, পরে শ্যুটিংয়ের আগের দিন বলে, যেমন চাইছিলাম পেয়ে গিয়েছি। তাই খারাপ লাগা থেকেই কথাটা বলেছিলাম। দেখলাম, অনেকের মনের কথা বলে ফেলেছি। অনেকে সমর্থনও করেছিলেন। গ্রুপের অভিনেতা হতে হবে, চেনা পরিচিত হতে হবে, স্টারকিড হতে হবে, এমনটা চিরকালই হয়ে এসেছে। তবে তার বাইরও একটা কাজের স্পেস থাকে, সেটারই অভাববোধ করছিলাম, তাই কথাটা বলেছিলাম। তবে এখন অন্যধরনের ছবি হচ্ছে, প্রসুনের দোস্তোজির জন্য বুম্বাদাও এগিয়ে এসেছে। অনির্বাণও ভেঙ্কটেশের হাত ধরেই নতুনদের নিয়ে ছবি করল। দেখা গেল সেটারও সেল ভ্যালু আছে। আসলে এখন মানুষ ভালো ছবি, ভালো অভিনয় দেখতে চায়, স্টার নয়। অভিনয় ছাড়ার কথা বলার পর অনেক কাজের প্রস্তাব এসেছে, সেটা ভালো লেগেছে। আমিও বুঝিনি, এত মানুষ আমায় ভালোবাসেন।'
কুমার চৌধুরীর নতুন ছবি, 'সব খবরই বিশেষ নয়' ছবিতে তাঁর 'অমল' চরিত্র প্রসঙ্গে প্রসূন বলেন, 'এই সমাজের প্রতিটা মানুষের নামই অমল। সমাজের চরিত্রকেই তুলে ধরে চরিত্রটি। সমাজের বহু মানুষের জীবনেই ঝড়-ঝাপটা আসে। আমরা অনেককিছুই দেখি। অনেক ঘটনা ঘটে। অনুশোচনা করি, তবে তারবেশি কিছু করার উপায় নেই। অমল এমনই একটি চরিত্র যে বিভিন্ন মানুষের সঙ্গে মেশে তাঁদের সামনে থেকে দেখে। তার একটা সামাজিক, অর্থনৈতিক সংকট আছে। অমলকে এই সমাজের প্রতিনিধি বলা চলে।' প্রসূন গাইনের কথায়, আশাকরি এই ছবটা সকলের ভালো লাগবে, আমার জীবনে এটা অন্যতম সেরা চরিত্র।