নিজস্ব প্রতিবেদন : 'বালিকা বধূ', এই পরিচয়েই তাঁকে চেনেন ছোটপর্দার দর্শকরা। শুধু চেনাই নয়, ধীরে ধীরে দর্শকদের প্রিয় পাত্রীও হয়ে উঠেছিলেন পর্দার 'আনন্দী' প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় (Pratyusha Banerjee)। ২০১৬ সালের ১ এপ্রিল মুম্বইয়ের ফ্ল্যাট থেকে প্রত্যুষার দেহ উদ্ধারের ঘটনাকে তাই শুধু অভিনেত্রীর বাবা-মাই নন, অনেক দর্শকও সেদিন আত্মহত্যা বলে মেনে নিতে পারেননি। এদিকে অভিনেত্রীর মৃত্যুর পর কেটে গিয়েছে ৬ বছর। মেয়ের বিচার চেয়ে লড়তে প্রায় সর্বশান্ত হয়েছেন পর্দার প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের (Pratyusha Banerjee) বাবা-মার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের (Pratyusha Banerjee)  বাবা-মায়ের দাবি ছিল আত্মহত্যা নয়, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। প্রত্যুষার মৃত্যুতে অভিযোগের আঙুল উঠেছিল অভিনেত্রীর তৎকালীন প্রেমিক রাহুল রাজ সিংয়ের বিরুদ্ধে। বিচারের আশায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা দায়ের করেছিলেন অভিনেত্রীর বাবা-মা শঙ্কর ও সোমা বন্দ্যোপাধ্যায়। তাঁদের মেয়ে অনেক স্বপ্ন নিয়ে জামশেদপুর থেকে সোজা মুম্বইয়ে পৌঁছেছিল, সে কোনওদিনই আত্মহত্যা করতে পারে না। এই বিশ্বাস নিয়ে বিচারের আশাও আজও লড়াই করছেন প্রত্যুষার বাবা-মা।


আরও পড়ুন-এবার ১.৬ কোটি টাকার জমি প্রতারণার মামলা দায়ের Shilpa Shetty-র মায়ের



যদিও অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের (Pratyusha Banerjee)  মৃত্যু রহস্যের সমাধান আজও হয়নি। এদিকে মেয়ের সুবিচারের দাবিতে লড়াই লড়তে লড়তে প্রায় নিঃস্ব হয়ে গিয়েছেন অভিনেত্রীর বাবা-মা। একটা ছোট্ট ঘরে কোনও রকমে দিন কাটাচ্ছেন শঙ্কর ও সোমা বন্দ্যোপাধ্যায়। মামলা লড়ার জন্য লোনও নিতে হয়েছে তাঁদের। তবে হার মানতে নারাজ অভিনেত্রীর বাবা-মা। যেভাবেই হোক লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন পর্দার 'আনন্দী' বাবা-মা। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)