নিজস্ব প্রতিবেদন: বন্ধু জর্জ পানায়িয়োটউ-এর সঙ্গে সংসার পাতেননি এখনও। আগামী কয়েকদিনের মধ্যেই বন্ধুর সঙ্গে সংসার শুরু করবেন। কিন্তু তার আগেই খুশির খবর দেন বলিউড অভিনেত্রী অ্যামি জ্যকসন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : প্রিয়াঙ্কা চোপড়ার এই ছোট্ট ব্যাগের দাম কত জানেন?
সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন অ্যামি। তারপর জানা যায়, অক্ষয় কুমারের নায়িকা এবার মা হতে চলেছেন। সুখবর দেওয়ার পর বলিউড অভিনেত্রীর সোশ্যাল হ্যান্ডেল ভরে ওঠে শুভেচ্ছো বার্তায়। এরপর থেকে অ্যামি জ্যাকসন একের পর এক ছবি প্রকাশ করতে শুরু করেন তাঁর সোশ্যাল সাইটে।
এবারও তার ব্যাতিক্রম হয়নি। অর্থাত বন্ধু জর্জের সঙ্গে এবার সুইমিং পুলে নেমে ছবি প্রকাশ করলেন অ্যামি। বন্ধুর সঙ্গে অ্যামির ওই ছবি প্রকাশ্যে আসার পর থেকেই জোর জল্পনা শুরু হয়ে যায়। সেই সঙ্গে বলিউড অভিনেত্রীর ওই ছবি দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁর ভক্তরা।


ছবি সংগৃহীত




এদিকে 'এক দিওয়ানা থা', 'সিং ইস ব্লিং'-এর পর বলিউডে আর কোন সিনেমায় অ্যামি জ্যাকসনকে ভবিষ্যতে দেখা যাবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।