ওয়েব ডেস্ক: বলিউডে বরাবরই নায়কদের পারিশ্রমিক বেশি। আর এই নিয়ে নায়িকাদের অভিযোগের অন্ত নেই। তারা প্রায়শই অভিযোগ তোলেন যে বলিউড 'পুরুষ প্রধান'। কিন্তু নায়িকারাও ইদানিং কম যাচ্ছেন না। পারিশ্রমিকে তাঁরাও অনেক সময়ই নায়কদের ঘাড়ে নিঃশ্বাস  ফেলছেন।  তবে বলতে পারবেন কি ক্যাটরিনা, দীপিকা, অনুষ্কা, প্রিয়াঙ্কাদের ভিড়ে সবচেয়ে বেশি মজুরি নেন কোন নায়িকা?


আরও পড়ুন- কী ভাবে হেপাটাইটিস আক্রান্ত হয়েছিলেন বিগ বি


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইনি দীপিকা পাডুকোন । যা শোনা যাচ্ছে তাতে এই মূহুর্তে বলি পাড়ায় প্রকাশ পাডুকোনের কন্যারই 'ফিজ' সবচেয়ে বেশি। টিনসেল টাউনের জোর চর্চা যে,  সঞ্জয় লীলা বনশালী পরিচালিত 'পদ্মাবতী'র জন্য নাকি দীপিকা ১৫ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন। আর সেখানে পিগি চপস, করিনা কাপুররা গড়ে ছবি পিছু ৯-১০ কোটি টাকা করে পেয়ে থাকেন।


আরও পড়ুন- দীপিকা পাডুকোনের ফিটনেস সিক্রেট