নিজস্ব প্রতিবেদন : প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। বাকিংহাম প্যালেসের তরফে শুক্রবার ফিলিপের মৃত্যু সংবাদ জানানো হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'ডিউক অফ এডিনবার্গ' হিসাবেই পরিচিত ছিলেন প্রিন্স ফিলিপ। তাঁর স্ত্রী দ্বিতীয় এলিজাবেথের ৬৯-বছরের রাজত্বকালে তিনি তাঁর পাশে ছিলেন। যা  ব্রিটিশ ইতিহাসে দীর্ঘতম সময়। বাকিংহাম প্যালেসের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, "গভীর দুঃখের সঙ্গে মহামান্য রানি তাঁর প্রিয় স্বামী, তাঁর রয়েল হাইনেস প্রিন্স ফিলিপ, ডিউক অফ এডিনবার্গের মৃত্যুর কথা ঘোষণা করছেন। উইন্ডসর ক্যাসলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।"



বেশ কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন প্রিন্স ফিলিপ। গত ফেব্রুয়ারি মাসেই কিং সপ্তম এডওয়ার্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। পরে কিছুটা সুস্থ হলে তাঁকে ফের প্রাসাদে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। 


প্রিন্স ফিলিপ ছিলেন গ্রিক রাজপুত্র। ১৯৪৭ সালে তিনি দ্বিতীয় এলিজাবেথকে বিয়ে করে বিশ্বযুদ্ধোত্তর পরবর্তী সময়ে ব্রিটিশ রাজতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১৭ সালে নিজের সমস্ত দায়িত্ব ও কর্তব্য থেকে অবসর নিয়েছিলেন ফিলিপ।