নিজস্ব প্রতিবেদন : ফের নেটিজেনের মন কাড়লেন প্রিয়া প্রকাশ। সহঅভিনেতা রোশন আবদুল রউফের সঙ্গে দক্ষিণী কন্যার এই ছবি প্রকাশ্যে আসতেই ফের জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে নোটিজেনদের মধ্যে। নতুন এই ছবিতে সাদা-লাল টিশার্টের সঙ্গে নীল রঙের জিন্স পরে থাকতে দেখা যাচ্ছে প্রিয়া প্রকাশকে। দক্ষিণী কন্যার পাশাপাশি রোশনকেও দেখা যাচ্ছে লাল রঙের একিট টিশার্ট পরতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : মরিশাসে মোহময়ী নুসরত, দেখুন অভিনেত্রী সাংসদের মধুচন্দ্রিমার এই ছবি
দেখুন সেই ছবি...


 



রোশন আবদুল রউফের সঙ্গে 'ওরু আদার লভ' নামে একটি ভিডিওতে প্রথম দেখা যায় প্রিয়া প্রকাশকে। দক্ষিণী কন্যার চোখের যাদুতে সেদিন ইন্টারনেট জুড়ে জোর আলোচনা শুরু হয়ে যায়। এরপর একটি সিনেমাতেও দেখা যায় প্রিয়াকে। সবকিছু মিলিয়ে ফের নেটিজেনদের মন কাড়তে হাজির প্রিয়া প্রকাশ।