নিজস্ব প্রতিবেদন: গত এপ্রিল মাসেই শোনা গিয়েছিল ঈশিতা কুমারের সঙ্গে প্রিয়াঙ্কার ভাইয়ের বিয়ে ভাঙার খবর। এরই মধ্যে ফের এক মহিলার সঙ্গে প্রিয়াঙ্কার ভাইয়ের ঘোরাফেরা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বি-টাউনে। অনেকেরই প্রশ্ন, তবে কি এবার এই অজ্ঞাতপরিচয় মহিলার সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ? কে এই মহিলা?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা যাচ্ছে, আজকাল যে মহিলার সঙ্গে সিদ্ধার্থ চোপড়াকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে, তাঁর নাম নীলম উপাধ্যায়। আর ইনি হলেন একজন দক্ষিণী অভিনেত্রী। সম্প্রতি, আম্বানিদের গণেশ চতুর্থীর অনুষ্ঠানেই প্রথম নীলমের সঙ্গে দেখা যায় সিদ্ধার্থকে। তখনই প্রশ্ন উঠতে শুরু করে সিদ্ধার্থ ও তাঁর সঙ্গে থাকা সেদিনের সেই অজ্ঞাত পরিচয় মহিলাকে ঘিরে। খোঁজ খবর নিয়ে জানা যায়, সিদ্ধার্থেের সঙ্গে এই অজ্ঞাত পরিচয় মহিলার নাম নীলম উপাধ্যায়। আর ইনি হলেন একজন দক্ষিণী অভিনেত্রী। গত জুলাইতে জুহুর বাড়িতে সিদ্ধার্থের জন্মদিনের সেলিব্রেশনও উপস্থিত ছিলেন নীলম। সম্প্রতি সেই আনন্দের মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সিদ্ধার্থ চোপড়া নিজে। সেই পার্টিতে সিদ্ধার্থ ও নীলমের সঙ্গে দেখা গিয়েছিল মধু চোপড়াকেও। পার্টির ছবি শেয়ার করেছিলেন নীলম নিজেও।


আরও পড়ুন-তাঁর কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ কী? খোলসা করলেন প্রিয়াঙ্কা




তবে অবশ্য সিদ্ধার্থ বা নীলম কেউ তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে প্রকাশ্যে কিছু জানাননি। 



আরও পড়ুন-মুম্বইয়ের লালবাগচা রাজা দর্শনে হিনা খান, সঙ্গে প্রেমিক রকি জয়সওয়াল


প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে রোকা সেরিমনি বিয়ের জন্য তৈরি হয়। এপ্রিল মাসেই ঈশিতা কুমারের সঙ্গে বিয়ে ভেঙেছিল সিদ্ধার্থ চোপড়া। কেন বিয়ে ভেঙেছে? তার সাফাই দিয়ে সিদ্ধার্থ এখনও বিয়ের জন্য তৈরিই নয়। বিয়েটা খুব তাড়াহুড়ো হয়ে যাচ্ছিল। অন্যদিকে, সেসময় সিদ্ধার্থ চোপড়ার সঙ্গে সম্পর্ক ভাঙার খবর ঈশিতার সোশ্যাল মিডিয়ায় পোস্ট থেকেই স্পষ্ট হয়। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করে ঈশিতা লেখেন, '' জীবনের নতুন শুরু, পুরনোকে বিদায়।''


ঈশিতার এই পোস্টের নিচে ঈশিতার মা কমেন্ট করেছিলেন ''পুরনোকে ভুলে যাও, নতুন করে শুরু করো'', ঈশিতার বাবা কমেন্ট করেছেন, ''আমরা তোমার পাশে রয়েছি।'' পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অনেকেই ঈশিতাকে ভালোর জন্যই বিয়েটা ভেঙেছে বলে সান্তনা দিয়েছিলেন।


প্রসঙ্গত, ঈশিতার আগে কণিকা মাথুরের সঙ্গেও রোকা হওয়ার পর বিয়ে ভেঙেছিল সিদ্ধার্থ চোপড়া। ২০১৪ সালে রোকা সম্পন্ন হয় সিদ্ধার্থ ও কণিকার। গোয়াতে গিয়ে বিয়ের কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন সিদ্ধার্থ। পরে আবার নিজেই সেই বিয়ে পিছিয়ে ২০১৫তে হওয়ার কথা জানান সোশ্যাল মিডিয়ায়।পরে সে বিয়ে ভেঙে যায়।


আরও পড়ুন-র‌্যাম্প চলাকালীন হঠাৎই ডিস্কো দিওয়ানে গানে নাচতে শুরু করে দিলেন দীপিকা