নিজস্ব প্রতিবেদন : জুনিয়র এনটিআর নয়, মহেশ বাবুকে বেশি পছন্দ। ট্যুইটারে 'আস্ক মীরা সেশনে' এমনই জানিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার বোন। তার জেরেই এবার মীরা চোপড়াকে ধর্ষণ এবং খুনের হুমকি দেওয়া হল অভিযোগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



রিপোর্টে প্রকাশ, আস্ক মীরা সেশন-এ মহেশ বাবুকে বেশি পছন্দ বলে জানিয়েছিলেন মীরা চোপড়া। তার জেরেই জুনিয়র এনটিআর-এর ভক্তরা যখন মীরাকে খুন এবং ধর্ষণের হুমকি দেন, তখন তার বিরুদ্ধে গর্জে ওঠেন পিগির বোন। এই ধরনের ভক্ত জোগাড় করে কি কখনও আসলে তারকা হওয়া যায় বলে প্রশ্ন তোলেন মীরা।


পাপাশাশি যাঁরা মীরাকে অপমান করতে শুরু করেন অশ্লীল শব্দ প্রয়োগ করে, তাঁদের বিরুদ্ধে সাইবার ক্রাইমের দ্বারস্থও হন অভিনেত্রী। যা নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল শুরু হয়েছে।