নিজস্ব প্রতিবেদন : পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘ভরত’-এর জন্য তিনি নাকি ১৪ কোটি দাবি করে বসেছেন পরিচালক আলি আব্বাস জাফরের কাছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ইন্টারনেটে আগুন ধরালেন নোরা, ভাইরাল ভিডিও


সূত্রের খবর সলমন খানের বিপরীতে অভিনয়ের জন্য প্রিয়াঙ্কা নাকি ১৪ কোটির দাবি করেছেন। কিন্তু, আলোচনা করে ১৪ থেকে ১২ তে রাজি করানো গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে। শোনা যাচ্ছে, দীপিকা পাডুকন ‘পদ্মাবত’-এর যে পারিশ্রমিক নিয়েছিলেন, এবার সেই অঙ্কই ‘ভরত’-এর জন্য দাবি করছেন পিগি।


আরও পড়ুন : বক্স অফিসে সলমনের গর্জন, মাত্র ৪ দিনেই ১০০ কোটির ক্লাবে 'রেস থ্রি'


বর্তমানে দীপিকা পাডুকন এবং প্রিয়াঙ্কা চোপড়াই বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী। আর এবার ‘ভরত’-এর ক্ষেত্রেও পিগি সেই ধারাই বজায় রাখতে চাইছেন বলে শোনা যাচ্ছে। যদিও, বিষয়টি নিয়ে এখনও দোলাচল রয়েছে।


এদিকে সলমন খান-কে যে পারিশ্রমিক দেওয়া হবে, প্রিয়াঙ্কাকেও সেই অঙ্কই দিতে হবে বলে নাকি দাবি করেছেন পিগি। অর্থাত পারিশ্রমিকের ক্ষেত্রে অভিনেত্রীরা আর কোনওভাবেই অভিনেতাদের কাছ থেকে পিছিয়ে থাকবেন না বলেও জোর গুঞ্জন শুরু হয়েছে বলিউড জুড়ে।