নিজস্ব প্রতিবেদন: সামনেই বিয়ে, তবে তাতে কী? দিল্লির রাস্তায় ফারহান আখতারের সঙ্গে রোম্যান্স করতে ধরা পড়ে গেলেন প্রিয়াঙ্কা চোপড়া। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে প্রিয়াঙ্কা ও ফারাহানের সেই ভিডিও। একটি ছবিতে প্রিয়াঙ্কাকে ফারহানের কোলের কাছে গিয়ে ঘুমোতেও দেখা গেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিশ্চয় ভাবছেন, তবে কী ফারহানের সঙ্গেও প্রিয়াঙ্কার কোনও প্রেমের সম্পর্ক ছিল?


আরে না, সম্প্রতি প্রিয়াঙ্কা তাঁর আগামী ছবি 'দ্যা স্কাই ইজ পিঙ্ক' এর শ্যুটিং শুরু করেছেন। পরিচালক সোনালী বোসের এই ছবিতে প্রিয়াঙ্কার বিপরীতে দেখা যাবে ফারহান আখতারকে। পুরনো দিল্লিতে চলছে এই ছবির শ্যুটিংয়। সেখাই ছবির একটি সিকোয়েন্সের শ্যুটিংয়ে ঘনিষ্ঠভাবে রোম্যান্স করতে দেখা গেছে প্রিয়াঙ্কা ও ফারহানকে। একটি ছবিতে ফারহানের কোলের কাছে শুয়ে থাকতেও দেখা গেছে প্রিয়াঙ্কাকে।


আরও পড়ুন-৯৬ থেকে ৫২ কেজি, দেখুন কেমন ছিলেন, আর কী হয়েছেন সইফ কন্যা! বিশেষ ব্যাধির কারণই মোটা হয়েছিলেন সারা!





এদিকে প্রিয়াঙ্কা শুটিংয়ের জন্য দিল্লির চাঁদনি চক এলাকায় পৌঁছলে তাঁকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন ভক্তরা। বিয়ের জন্য অনেকেই তাঁর প্রিয় অভিনেত্রীকে শুভেচ্ছাও জানান। অনেকেই সেই মুহুর্ত ফোনে তুলে রাখার চেষ্টা করেন। প্রিয়াঙ্কাও সকলকে দেখে হাত নাড়ান।


আরও পড়ুন-মা অমৃতা ও সৎ মা করিনাকে নিয়ে মুখ খুললেন সইফ কন্যা সারা



জোয়া আখতারের 'দিল ধড়কনে দো'-র পর এটা ফারহান ও প্রিয়াঙ্কার দ্বিতীয় ছবি। এই ছবিতে প্রিয়াঙ্কো চোপড়ার 'পার্পেল পেবল' ও সিদ্ধার্থ রয় কাপুর ও রনি স্ক্রুওয়ালার RSVP প্রযোজনা সংস্থার যৌথ ভাবে এই ছবির প্রযোজনা করছে। আগামী ২২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি। 


আরও পড়ুন-ডায়াবেটিসে আক্রান্ত নিক, শুনে প্রিয়াঙ্কা কী বললেন জানেন?