ওয়েব ডেস্ক: বলিউডকে শুধুমাত্র হলিউডের ছোট ভাই ভাবলে ভুল হবে। আইফায় এক সাক্ষাত্‍কারে বললেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর মতে, বলিউড নামটা থেকেই এবার মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির বেরিয়ে আসা উচিত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাহসী মন্তব্য প্রিয়াঙ্কা চোপড়ার। যে বলিউডে মূলধারার ছবি করেই তাঁর জনপ্রিয়তা, সেই বলিউড নামটা নিয়েই তাঁর আপত্তি। আর আপত্তিটা এবার তিনি জোরদার করলেন আইফা ২০১৬য়। এক বিশেষ সাক্ষাত্‍কারে তিনি বলেন, বলিউড নাম থেকে এবার বেরিয়ে আসার সময় হয়েছে।


গোটা পৃথিবী জুড়ে যখন তাঁকে নিয়ে এত হৈ-চৈ, তখন প্রিয়াঙ্কার ঝুলিতে হিন্দি ছবি নেই কেন? মার্কিন টেলিভিশন শো-এর জন্য দেশীয় বড়পর্দায় মন দিচ্ছেন না প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা বলছেন, এখনই বলিউড ছবিতে অভিনয়ে সময় নেই তাঁর।


আগামিতে একটা হিন্দি ছবি ও আরও একটা আমেরিকান ছবি নিয়ে আপাতত দম ফেলার ফুরসত‍্‍ নেই পিগি চপসের।