নিজস্ব প্রতিবেদন: বহুদিন হল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনসের সম্পর্ক খবরের শিরোনামে উঠে আসছে। নিকের ভারত সফরের পর থেকেই প্রিয়াঙ্কা নিকের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। যদিও এবিষয়ে প্রিয়াঙ্কা ছিলেন 'স্পিকটি নট'। তবে শেষপর্যন্ত নিককে নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা নিজেই। মেনে নিলেন নিকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা। তবে এক্ষেত্রে নিকের ভারত সফরই যে তাঁদেরকে আরোও কাছাকাছি এনেছে একথাও স্পষ্ট করেছেন পিগি চপস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি নিকের ভারত সফর নিয়ে প্রিয়াঙ্কা 'পিপলস ডট কম'-কে জানিয়েছেন, '' আমরা একে অপরে জানতে পেরেছি। এটা আমার ও নিক দুজনের কাছেই খুব ভালো একটা অভিজ্ঞতা।'' প্রসঙ্গত, কিছুদিন আগেই নিককে তাঁর মা মধু চোপড়ার সঙ্গে আলাপ করান প্রিয়াঙ্কা। শুধু তাই নয়, পরিবারের সঙ্গে একসঙ্গে গোয়াতেও ঘুরতে যান দেশি গার্ল।


আরও পড়ুন-অভিনেত্রীর রাজশ্রী দেশপান্ডের ঘনিষ্ঠ দৃশ্য পর্ন সাইটে ভাইরাল


শুধু তাই নয়, সম্প্রতি 'ইকোনমিক টাইমস'-কে দেওয়া সাক্ষাৎকারে নিকের সঙ্গে তাঁর বিয়ের আভাসও দিয়েছেন তিনি। বিয়ে নিয়ে মতামত জানাতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, ''বিয়ে কোনও মহিলাকে ছোট বা বড় কিংবা নারীবাদী করে তোলে না। আমি বিয়ে বিষয়টাকে বেশ পছন্দই করি এবং আমি বিয়ে করতেও চাই। ''  


আরও পড়ুন- এক্সক্লুসিভ: বাংলাদেশি পরিচালকের সঙ্গে বিবাদ, প্রিয়াঙ্কার শর্ত মেনেই হচ্ছে শ্যুটিং