নিজস্ব প্রতিবেদন : কয়েকমাস আগেই MAMI- চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন পদ থেকে সরানো হয়ছিল দীপিকা পাড়ুকোনকে (Priyanka Chopra)। এবার সেই পদে বসলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুম্বই অ্যাকাডেমি অফ মুভিং ইমেজ যেটি MAMI বলেই পরিচিত। MAMI ট্রাস্টি বোর্ডের তরফেই প্রিয়াঙ্কাকে মনোনীত করা হয়। যে ট্রাস্টি বোর্ডে রয়েছেন নীতা এম আম্বানি (সহ-চেয়ারপার্সন), অনুপমা চোপড়া (উৎসব পরিচালক), অজয় বিজলি, আনন্দ জি মাহিন্দ্রা, ফারহান আখতার, ইশা আম্বানি, কবির খান, কৌস্তুভ ধাভসে, কিরণ রাও, রানা দগ্গুবাতি, রীতেশ দেশমুখ, রোহান সিপ্পি, সিদ্ধার্থ রায় কাপুর, বিক্রমাদিত্য মোতওয়ানে, বিশাল ভরদ্বাজ এবং জোয়া আখতার।


প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) কথায়, MAMI চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন হিসাবে নির্বাচিত হয়ে গর্বিত বোধ করছি। এই পদে আসীন হয়ে উৎসবটিকে "পরবর্তী স্তরে" নিয়ে যাওয়ার জন্য আমি উন্মুখ।



প্রসঙ্গত, এবছর এপ্রিল মাসে MAMI- চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন পদ থেকে পদত্যাগের কথা জানান দীপিকা। 


  (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)