নিজস্ব প্রতিবেদন: উত্তরপ্রদেশের হাথরাসে গণধর্ষিতা তরুণীর মৃত্যুর পর থেকে গর্জে উঠতে শুরু করেছে গোটা দেশ। হাথরাসের তরুণীর উপর যাঁরা অত্যাচার চালিয়েছে, তাদের শাস্তির দাবিতে সরব হতে শুরু করেছেন বলিউড সেলেবরা। কঙ্গনা রানাউত থেকে অক্ষয় কুমার, করিনা কাপুর খান, ফারহান আখতার প্রত্যেকেই হাথরাসের গণধর্ষণের বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হল প্রিয়াঙ্কা চোপড়ার নাম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : দুবাইতে সন্তানদের রেখেই তড়িঘড়ি মুম্বইতে ফিরলেন সঞ্জয় দত্ত


হাথরাসের নির্যাতিতা তরুণীর মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েন প্রিয়াঙ্কা। তিনি বলেন, আর কতদিন এভাবে চুপ করে থাকতে হবে! আইনের কানে কি মহিলাদের চিতকার পৌঁছয় না! একের পর এক ধর্ষণ, গণধর্ষণের ঘটনা ঘটেই যাচ্ছে। তারপরও কোনও পদক্ষেপ করা হচ্ছে না। আর কতজন নির্ভয়াকে দেখতে হবে! আর কত বছর অপেক্ষা করতে হবে বলেও প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা।


দেখুন কী লিখলেন অভিনেত্রী...



এদিকে হাথরাসের গণধর্ষণে যারা অভিযুক্ত, প্রকাশ্যে তাদের গুলি করে খুন করা হোক বলে দাবি করেন কঙ্গনা রানাউত। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। তাই হাথরাসের অভিযুক্তরা নিশ্চয়ই শাস্তি পাবে বলেও মন্তব্য করেন কঙ্গনা।