ওয়েব ডেস্ক: আগেই আপনাদের জানিয়েছিলাম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে নাকি প্রিয়াঙ্কা সঞ্চালনা করবেন। তাই হল। গোল্ডেন লুকে RAMP মাতালেন পিগি চপস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


গোল্ডেন হলিউডের ৭৪তম গোল্ডেন অ্যাওয়ার্ড শো প্রথমবার হোস্ট করলেন। শুধু বলিউডে নয় ধাপে ধাপে এগিয়েই চলছেন পিগি চপস। কোয়ান্টিকো দিয়ে যাত্রা শুরু এবং তারপর বেওয়াচ, সবেটেই সপ্রতিভ প্রিয়াঙ্কা।বিশ্ব দরবারে এইভাবেই নিজেকে  প্রমাণ করে চলেছেন তিনি। গোল্ডেন গ্লোবে পারফেক্ট গোল্ডেন লুকে পাওয়া গেল তাঁকে। রেড কার্পেটে বাজিমাত করলেন প্রিয়াঙ্কা। তাঁর পোশাক ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে গোল্ডেন গ্লোবের সেরা পোশাকের তালিকায়। এর আগে নিজের স্টানিং লুকে অস্কার আর অ্যামির মঞ্চও মাতিয়েছেন পিগি চপস। আর এবার গোল্ডেন গাউনে প্রিয়াঙ্কার স্টানিং লুক দেখলে চোখ সরাতেই পারবেন না।ক্রিস্টিনার পোশাকে সেজেছিলেন অভিনেত্রী। এতবড় মঞ্চে প্রথমবার অবতীর্ণ হলেন প্রিয়াঙ্কা। সত্যি ভারতীয়দের কাছে এটি অত্যন্ত গর্বের বিষয়।