14 November 2024, 09:30 AM
Malda: মালদায় ট্যাব প্রতারণা চক্রের নাগাল পেতে এবার সিট গঠন করল মালদা জেলা পুলিস। এসপি ডিআইবি ও অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার নেতৃত্বে গঠন করা হলো সিট। এখনো পর্যন্ত ট্যাপ কেলেঙ্কারিতে পাঁচটি এফআইআর হয়েছে। ফ্রিজ করা হয়েছে ১৮১ টি ব্যাংক অ্যাকাউন্ট। জানালেন মালদার পুলিস সুপার প্রদীপ কুমার যাদব। এদিকে বৈষ্ণবনগর থেকে যে ৫ জন গ্রেপ্তার হয়েছে তারমধ্যে রয়েছে এক তৃণমূল নেতার ছেলে। পূর্ব বর্ধমান থানার পুলিস বৈষ্ণবনগর থেকে শ্রবণ সরকার নামে একজনকে গ্রেফতার করে। যিনি কালিয়াচক তিন নম্বর ব্লকের তৃণমূল এসসি সেলের ব্লক সভাপতি জিতেন্দ্রনাথ সরকারের ছেলে। এই শ্রবণ সরকারের দোকান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ল্যাপটপ, হার্ডডিক্স, পেনড্রাইভ । কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের রাবার স্ট্যাম্প। তাই নিজেই স্বীকার করে নিয়েছেন শ্রবণের বাবা। যদিও তার ছেলে এই দুর্নীতির সাথে যুক্ত নয় বলে দাবি।
14 November 2024, 09:30 AM
Malda: মাদক কারবারে বড়সড় সাফল্য পেল মালদা পুলিস। প্রায় ৫০ লক্ষ টাকার মাদক সহ দুই কারবারীকে গ্রেপ্তার করেছে মালদার গাজোল থানার পুলিস। এসটিএফের সাথে যৌথ অভিযান করে ৩৪নং জাতীয় মসড়কে অভিযান করে এই মাদক উদ্ধার করা হয়। পুলিস সুপার প্রদীপ কুমার যাদব জানান মাদক পাচারকারী দুই সদস্য ত্রিপুরার বাসিন্দা। ধৃত দুজনের নাম রতন দেবনাথ (৫৩) ও মহেশ সরকার (৩১)। তারা মাদক সামগ্রী নিয়ে ত্রিপুরা থেকে নদিয়ার যাচ্ছিল। গাজোল ব্লকের মশালদিঘি এলাকায় ১২ নং জাতীয় সড়কে সন্দেহজনকভাবে দুজনকে ঘুরতে দেখে আটক করে পুলিস। তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজার মুল্য প্রায় ৫০ লক্ষ টাকা। পুলিস সুপার আরো জানান, মাদক কারবারে মুল পান্ডার খোঁজে ধৃতদের জেরা করা হচ্ছে। ধৃতদের কাছ থেকে মাদক কারবারের সব রকমের তথ্য সংগ্রহের জন্য চেষ্টা করা হচ্ছে। নদিয়ার কোথায় এই মাদক সরবরাহ করা হচ্ছিল। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
14 November 2024, 09:30 AM
Nadia: জমি নিয়ে বিবাদের জেরে এক ঘরে করে দেওয়ার নিদান মসজিদ কমিটির সেক্রেটারি এবং বিরহী এক নম্বর পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে। ঘটনার কথা জানিয়ে হরিণঘাটা থানা এবং হরিণঘাটা বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ অস্বীকার সকলেই। বিরোধী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচপোতা মৌজায় এক একর ৩৫ শতক পারিবারিক সম্পত্তি রয়েছে আবুল হাসান মন্ডলের। সেই জমি পাঁচপোতা পীরস্থান উন্নয়ন কমিটির সম্পাদক রেকর্ড পরিবর্তন করে ফেলেন। বর্তমানে ওই সম্পত্তির নিয়ে আদালতে মামলা চলছে। সেই জমি উপর দিয়ে জোরপূর্বক রাস্তা বের করতে গেলে বিবাদ বাদে গ্রামবাসীদের সাথে আবুল হাসান মন্ডলের পরিবারের। আবুল হাসান কেন প্রতিবাদ করেছেন তারই জেরে মসজিদ কমিটির সম্পাদক আল্লারাখা মন্ডল এবং পঞ্চায়েত মেম্বার কুতুব উদ্দিন মন্ডল তাদেরকে একঘরে করে দেন বলে অভিযোগ। একঘরে করে একবার ফলে বাড়ির ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, পাশাপাশি গ্রামের কোন দোকান থেকে তাদের জিনিস কিনতে গেলে সেখান থেকে কিছু কিনতে পারছেন না যার ফলে সমস্যায় পড়েছেন পরিবারের সকলেই। অসুবিধার কথা জানিয়ে হরিণঘাটা থানা এবং হরিণঘাটা বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন কুতুব উদ্দিন মন্ডল, আল্লারাখা মন্ডল ,আব্দুল মন্ডল সহ আরো অনেকের বিরুদ্ধে ।
14 November 2024, 08:15 AM
Bhangor: ভাঙ্গড়ে খাল থেকে উদ্ধার ভারসাম্যহীন মহিলার বিবস্ত্র মৃতদেহ। ঘটনাটি ঘটেছে ভাঙ্গড় থানার বড়ালী ঘাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় বড়ালী ঘাট এলাকায় বেশ কয়েকদিন ধরে ঘোরাঘুরি করতেন ৩৫ থেকে ৩৬ বছরের এক মহিলা। হঠাৎ সেই মহিলার বিবস্ত্র অবস্থায় বড়ালী ঘাট এলাকায় খালে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাঙ্গড় থানার পুলিশ। এরপর খাল থেকে বিবস্ত্র অবস্থায় ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে ভাঙ্গড় থানার পুলিস। তবে স্থানীয়দের দাবি ওই ভারসাম্যহীন মহিলা বড়ালী ঘাট এলাকায় ঘোরাঘুরি করতেন। কিন্তু হঠাৎই তার উলঙ্গ দেহ উদ্ধার হয়েছে। কিভাবে মারা গিয়েছে, সেটা জানে না। কিন্তু ওই মহিলার সাথে খারাপ ঘটনা ঘটিয়ে তাকে মেরে ফেলে দিয়েছে কেউ বলে মনে করছে স্থানীয় বাসিন্দাদের।
14 November 2024, 08:15 AM
Saukat Molla: ভাঙড়ে গতকাল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে আই এস এফের বিরুদ্ধে। এরপরেই শওকত মোল্লা কর্মীদের নিয়ে বৈঠক করে জানান আইন কেউ হাতে তুলে নেবে না। মানুষ যখন একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে জনগণ থেকে কোন দল তখন এরকম নোংরামি কাজ করে। যে অসভ্যরা এই বর্বরতার কাজ করেছে তাদের ফল অবশ্যই পেতে হবে। আইন কেউ হাতে তুলে নেবেন না। প্রশাসনের প্রতি ভরসা আছে। এর সঙ্গে যারা জড়িত আগামী দিনে তারা কঠিন শাস্তি পাবে। আইএসএফের কোন অস্তিত্ব এখানে নেই। যত আইএসএফ নোংরামি করবে ততই দল থেকে ওদের মানুষ সরে আসবে। এই ঘটনায় তৃণমূলের দলের তরফ থেকে প্রতিবাদ মিছিল করা হবে বলে জানান শওকত মোল্লা।
14 November 2024, 08:00 AM
Dear Lottery: রাজ্যের একটি নামী লটারির কোম্পানির আর্থিক প্রতারণা এবং বিশেষ কিছু প্রভাবশালী ব্যক্তিকে লটারির টিকিটের মাধ্যমে ঘুর পথে টাকা পাইয়ে দেওয়ার দুর্নীতি মামলায় তদন্তে ইডি। আজ সকালে শহর এবং শহরতলীর একাধিক ঠিকানায় ইডি তল্লাশি। এরমধ্যে বিমানবন্দরের কাছে মাইকেল নগরে ডিয়ার লটারির টিকিট ছাপার কারখানায় অভিযান। পাশাপাশি দক্ষিণ কলকাতার লেক মার্কেটের কাছে ২৬ নম্বর কবি ভারতী সরণির এক অভিজাত বহুতলের একটি ফ্ল্যাটে ইডি হানা।
14 November 2024, 07:45 AM
HS Exam 2025: উচ্চ মাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের জন্য এবার বিশেষ ব্যবস্থা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। প্রত্যেক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডের লেখা থাকবে তার পরীক্ষা কেন্দ্রের নাম। প্রত্যেকবারই এমন ঘটনা বেশকিছু সামনে আসে সংসদে যেখানে দেখা যায় পরীক্ষা শুরুর দিনে পরীক্ষার্থী তার নিজের কেন্দ্রে না গিয়ে অন্য কোন একটি কেন্দ্রে চলে গেছেন। কখনও নিজের দোষে আবার কখনও বা তার স্কুল সঠিক কেন্দ্রের নাম না বলায় সমস্যায় পড়েন পরীক্ষার্থীরা। তাই এবার পরীক্ষা শুরুর দিনের এই সমস্যা মেটাতে বিশেষ উদ্যোগ সংসদের।
14 November 2024, 07:45 AM
Canning: প্রকাশ্যে রাস্তা থেকে অটো চুরির ঘটনায় ধৃত যুবক। উত্তম মধ্যম দিয়ে পুলিসের হাতে তুলে দিল স্থানীয়রা। প্রকাশ্য রাস্তা থেকে একটি অটো চুরি করে নিয়ে পালানোর সময় সাধারণ মানুষের হাতে ধরা পড়ে আজাদ সর্দার নামে এক যুবক। এলাকার মানুষজন গণধোলাই দিয়ে অটো চোরকে পুলিসের হাতে তুলে দেয়। ঘটনাটি ঘটে রাতে ক্যানিংয়ের মাতলা ব্রীজ সংলগ্ন ক্যানিং ১ বিডিও অফিস এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন রাত প্রায় ১১ টা নাগাদ রাস্তার পাশে অটো রেখে একটি দোকানে বিশ্রাম নিচ্ছিলেন ক্যানিং-পাণিখালি রোডের অটোচালক জাকির লস্কর। সেই সুযোগে আজাদ সরদার নামে ধৃত যুবক অটো নিয়ে চম্পট দেয়। অটো চুরি হয়েছে বুঝতে পেরে চিৎকার চেঁচামেচি করেন অটোচালক জাকির। দৌড়ে যায় অটোর পিছু পিছু। স্থানীয় লোকজনও দৌড়ে আসে। অটো সহ চোর কে ধরে ফেলে।
14 November 2024, 07:45 AM
Dear Lottery: সাত সকালে রাজ্যের এক নামী লটারির সংস্থার গোডাউনে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হানা। আজ সকালে ইডির বেশ কয়েকটি তদন্তকারী দল বের হয়। একটি দল দমদম এয়ারপোর্ট সংলগ্ন মাইকেল নগরে ( ১২১ যশোর রোড, সাউথ) ফিউচার গেমিং এন্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের গোডাউনে হানা দেয়। দোতলা ওই বিল্ডিং এর পুরোটাই ডিয়ার লটারির পূর্বাঞ্চলের গোডাউন এবং দপ্তর।