নিজস্ব প্রতিবেদন: ৩০ মে, ২০১৩। সেদিন সকাল থেকেই আকাশের মুখ ভার। শুধু সিনেপ্রেমীদের মন ভারাক্রান্ত নয়, সেদিন যেন প্রকৃতিও কাঁদছে অঝোর নয়নে। কারণ সকালেই জানা গেছে, সময়ের অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছেন ভারতীয় সিনেমার উজ্জ্বল নক্ষত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ(Rituparno Ghosh)। মাত্র ৪৯ বছর বয়সে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে  প্রয়াত হন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেদিন ইন্দ্রানী পার্কের বাড়িতে শেষবারের জন্য হাজির হয়েছিলেন অপর্ণা সেন থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chatterjee)। দেখতে দেখতে ৯ বছর পেরিয়ে গেছে। আজও ঋতুহীন টলিউড মেনে নিতে পারেন না তাঁর কাছের বন্ধুরা। সোমবার সকালেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর সঙ্গে ঋতুপর্ণ ঘোষের একটি ছবি পোস্ট করেছেন। প্রিয় বন্ধুর উদ্দেশে লিখেছেন,'কিছু শূন্যস্থান কখনো পূরণ হয় না... ভালো থাকিস ঋতু।' তাঁদের বন্ধুতার কথা সবারই জানা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয় অন্য়মাত্রায় পৌঁছে দিয়েছিলেন ঋতুপর্ণ। তাঁর ছবিতে অভিনয় করেই জাতীয় পুরস্কার পেয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chatterjee)। 


শুধু পর্দায় পরিচালক অভিনেতার সম্পর্ক নয়, তাঁদের ব্যক্তিগত সম্পর্কও ছিল অটুট। সুখে দুঃখে বিপদে আনন্দে তাঁরা ছিলেন একে অপরের পাশে, এমনকী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বর্তমান বাড়ির নামকরণও করেছিলেন ঋতুপর্ণ। গত বছর এই দিনেই প্রসেনজিৎ লিখেছিলেন তাঁদের ব্যক্তিগত সম্পর্কের কথা। প্রসেনজিৎ লিখেছিলেন,"৮ বছর হয়ে গেছে তোর কোনো মেসেজ নেই, বকাঝকা নেই, সাক্ষাৎ হয় না, ঝগড়া হয় না, নতুন নতুন গল্প নিয়ে আলোচনা হয় না। কিন্তু তুই আছিস - আমাদের মনে, আমাদের কথাবার্তায় তুই চির বর্তমান। এই সময়টায় তোর থাকা খুব দরকার ছিল রে। ভালো থাকিস ঋতু।" আরও এক বছর এভাবেই পার হয়ে গেল। 


আরও পড়ুন: Laal Singh Chaddha Trailer: স্বাধীনতা দিবসের উপহার নিয়ে হাজির আমির-করিনা, প্রকাশ্যে 'লাল সিং চাড্ডা'র ট্রেলার



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)