নিজস্ব প্রতিবেদন : স্মৃতির সরণী বেয়ে ২৪ বছর আগে ফিরে গেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ১৯৯৬-এ মুক্তি পাওয়া 'বিয়ের ফুল' ছবির একটি গান রবিবার ছুটির দিনে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে টলিউড সুপারস্টার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'মন আমার এক নতুন মস্তানি শিখেছে'। ১৯৯৬-এ মুক্তি পাওয়া 'বিয়ের ফুল' ছবির এই গানটি ভীষণই জনপ্রিয়তা পায়। গানের দৃশ্যায়নে প্রসেনজিতের সঙ্গে রানি মুখোপাধ্যায়কে দেখা যাচ্ছে। প্রসঙ্গত, ১৯৯৬-এ এই বাংলা ছবির হাত ধরেই অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন রানি। হ্যাঁ, 'বিয়ের ফুল' ছবিটিই রানি মুখোপাধ্যায়ের কেরিয়ারে প্রথম ছবি। যার পরিচালকও ছিলেন রানির বাবা রাম মুখোপাধ্যায়। ছবির প্রযোজক ছিলেন রানির দাদা রাজা মুখোপাধ্যায়। ছবিতে প্রসেনজিৎ-রানি ছাড়াও ছিলেন ইন্দ্রাণী হালদার, সব্যসাচী চক্রবর্তী।


আরও পড়ুন-খেলায় ব্যস্ত ছোট্ট যুবান,পাশ দিয়ে উঁকি দিল শুভশ্রীর জিলেটো



প্রসঙ্গত, সম্পর্কে রানি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রাক্তন মেসোমশাই হন। প্রসেনজিতের প্রথমা স্ত্রী দেবশ্রী রায় হলেন রানির নিজের মাসি। ১৯৯৬ যখন ছবিটি মুক্তি পায়, ততদিনে যদিও প্রসেনজিৎ-দেবশ্রীর বিবাহ-বিচ্ছেদ হয়ে গিয়েছে।  


আরও পড়ুন-সন্তানসম পোষ্যকে হারালেন মিমি, ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মানল চিকু