Teresa-র সঙ্গে Jyoti-র সম্পূর্ণ ছবি শেয়ার করে Prosenjit-র জবাব, `আমি কাটছাঁট করিনি`
উদার হোন। অপ্রয়োজনীয় ঘৃণা ছড়াবেন না, বার্তা প্রসেনজিতের (Prosenjit Chatterjee)।
নিজস্ব প্রতিবেদন: মাদার টেরেসার (Mother Teresa) জন্মদিন উপলক্ষে পুরনো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সেই ছবি নিয়েই যাবতীয় বিপত্তি! ছবিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু (Jyoti Basu) বাদ পড়ায় নেট মাধ্যমে তীব্র আক্রমণের মুখে পড়েন অভিনেতা। শনিবার নিজেই যাবতীয় সমালোচনায় ইতি টানলেন। সম্পূর্ণ ছবিটি পোস্ট করে তাঁর বক্তব্য,'উদার হোন। অপ্রয়োজনীয় ঘৃণা ছড়াবেন না।'
নেট মাধ্যমে প্রসেনজিৎ যে ছবিটি শেয়ার করেছিলেন, তা থেকে ছাঁটাই হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও তাঁর প্রাক্তন স্ত্রী দেবশ্রী। ছবিটি নজরে আসতে নেটিজেনরা প্রশ্ন করেন,'কার সুনজরে থাকতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাদ দিলেন? কারও প্রশ্ন,'জ্যোতি বসু নাকি নিজের প্রাক্তন স্ত্রীকে এড়ালেন?' এ দিন মাদার টেরেসার সঙ্গে সম্পূর্ণ ছবিটি ভাগ করে নিয়েছেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)। লিখেছেন,'সাধারণত ট্রোলের জবাব দিই না। তবে এবার জবাব দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করলাম। কারণ ছবিতে যে ব্যক্তিরা রয়েছেন তাঁদের সম্মান করি। প্রথমত ছবিটি আমি কাটছাঁট করিনি। অনেক আগে এটা পেয়েছিলাম। ভাবলাম মাদার টেরেসার জন্মদিনে শেয়ার করি। পোস্টের মূল উদ্দেশ্য ছিল মাদার টেরেসাকে সম্মান জানানো।'
ছবিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাদ দেওয়ায় প্রসেনজিতের সঙ্গে বর্তমান শাসক দলকে জুড়ে দিয়েছিলেন নেটিজেনরা। অভিযোগ করেছিলেন, তৃণমূল নেত্রীর নেক নজরে থাকতেই এটা করেছেন। এর জবাব দিয়েছেন বুম্বাদা। তাঁর কথায়,'আমি বিশ্বাস করি রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে ছবি দেওয়ার অর্থ কোনও দলকে পছন্দ বা অপছন্দ করা নয়। ট্রোলের এসব ভাবনা নেই। আর তাই কাটছাঁটহীন সম্পূর্ণ ছবিটি দিলাম। এটা পোস্টের মন্তব্য থেকে পেয়েছি।'
পরিশেষে তাঁর বার্তা,'কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বিশ্ব। উদার হোন। অপ্রয়োজনীয় ঘৃণা ছড়াবেন না।'
নেট মাধ্যমে আক্রমণকারীদের যে তিনি দৃঢ়ভাবে সামলান সে বার্তা এ দিন একটি ভিডিয়ো পোস্ট করে বুঝিয়ে দিয়েছিলেন অভিনেতা। দিয়েছিলেন ছোট্ট বার্তা, এভাবেই আমি আক্রমণ সামলাই। সঙ্গে জুড়েছিলেন 'স্মাইলি'।
আরও পড়ুন- Priyanka Chopra: লন্ডনে অ্যাকশন করতে গিয়ে চোট দেশি গার্লের
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)