Prosenjit Chatterjee, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১০ সালে মুক্তি পেয়েছিল অটোগ্রাফ। সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবির হাত ধরেই একেবারে অন্য রূপে ফিরে এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যেমন বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি সেরকমই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সেই ছবির গান থেকে শুরু করে সংলাপ ও প্রসেনজিতের অভিনয়। এই ছবির সবচেয়ে জনপ্রিয় সংলাপে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লিপে শোনা যায়, ‘মিডিয়ার কভারেজে কে থাকবে? হোর্ডিং জুড়ে কে থাকবে? শুক্রবারের পর্দায় কে থাকবে? আমি। আমি অরুণ চ্যাটার্জি, আমি ইন্ডাস্ট্রি।’


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Nusrat-Mimi: মিটেছে দূরত্ব! ‘বোনুয়া’ মিমির সঙ্গে ফ্রেমবন্দি নুসরত


সেই সংলাপ এতটাই জনপ্রিয়তা পায় যে এই ছবির পর থেকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেই কার্যত সবাই বলতে থাকেন যে তিনিই ইন্ডাস্ট্রি। এমনকী খবরেও তাঁকে দাগিয়ে দেওয়া হয় যে তিনিই ইন্ডাস্ট্রি। তবে পর্দার বাইরে বা সংলাপের বাইরে তিনি নিজেকে কখনওই ইন্ডাস্ট্রি বলে ভাবেননি বলে দাবি প্রসেনজিতের। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। ভিডিয়োর শুরুতেই প্রসেনজিতের গলায় শোনা যায় অটোগ্রাফের সেই জনপ্রিয় সংলাপ। কিনতু তারপরেই প্রসেনজিৎ ক্ষমা চেয়ে দর্শকের উদ্দেশে বলেন যে এ কথা তিনি কখনই বলেননি।


আরও পড়ুন- Uorfi Javed Vs Chetan Bhagat: 'এই যে পারভার্ট, ধর্ষণে প্ররোচনা দিয়ো না!'


প্রসেনজিৎ বলেন, ‘আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি বলিনি। আমি অরুণ চ্যাটার্জি, আমি ইন্ডাস্ট্রি, এটা অটোগ্রাফ ছবিতে সৃজিত মুখোপাধ্যায়ের লেখা। সত্যি করে বিশ্বাস করুন। যেভাবে আমি কেঁদে বলি যে আমি চুরি করিনি সেভাবেই আমি কেঁদে কেঁদে বলছি, বিশ্বাস করুন আমি ইন্ডাস্ট্রি বলিনি, আমাকে এত গালাগালি দেবেন না প্লিজ।’



প্রসঙ্গত কিছুদিন আগেই প্রসেনজিৎকে ইন্ডাস্ট্রি বলায় চটেছিলেন চিরঞ্জিৎ। এক টক শোয়ে প্রসেনজিৎতে ইন্ডাস্ট্রি বলে উল্লেখ করায় তিনি উত্তরে বলেন, ‘প্রসেনজিৎ একা ইন্ডাস্ট্রি হলে আমি, তাপস কী ছিলাম!’ নয়ের দশকের কিছু আগে থেকেই বাংলা ইন্ডাস্ট্রির ভার নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন চিরঞ্জিৎ, তাপস পাল ও প্রসেনজিৎ। সেই সময় তাঁদের তিন ভাই মনে করে বড়দা, মেজদা, ছোটদা বলেও ডাকতেন অনেকে। মূলধারার ছবি থেকে চিরঞ্জিৎ ও তাপস পাল বিরতি নিলেও এখনও সেখানে রাজ করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি একা ইন্ডাস্ট্রি না হলেও তিনি অচিরেই হয়ে উঠেছেন ইন্ডাস্ট্রির অভিভাবক। আর সেই থেকেই ছবির সংলাপ পরিণত হয়েছে বাস্তবে। আর সেখান থেকেই যত বিপত্তি। তবে এবার সেই সব তর্ক বিতর্কে ইতি টানলেন প্রসেনজিৎ নিজেই।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)