ক্যামেরাবন্দি হচ্ছেন `গুমনামী বাবা`, হয়ে গেল `শুভ মহরৎ`
এবার সেই গুমনামী বাবার রহস্য নিয়েই সিনেমা বানাতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: ১৯৭০ সালে উত্তরপ্রদেশের ফৈজাবাদে 'গুমনামী বাবা'র আবির্ভাব নিয়ে দেশে বেশ শোরগোল পড়েছিল। অনেকেই মনে করেন এই গুমনামী বাবাই নাকি ছিলেন নেতাজী সুভাষচন্দ্র বসু। অনেকেই আবার একথা কোনওভাবেই মানতে রাজি ছিলেন না। যদিও এবিষয়ে সঠিক তথ্য কারোরই ঠিক জানা নেই। এবার ফের একবার সেই গুমনামী বাবাই নতুন করে আলোচনা উঠে আসছেন। সৌজন্যে, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এবার সেই গুমনামী বাবার রহস্য নিয়েই সিনেমা বানাতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়।
গতবছর ১৮ অগস্ট প্রথম 'গুমনামী বাবা'কে নিয়ে তৈরি হতে চলা তাঁরা আাগামী ছবির কথা জানান পরিচালক। জানা যায়, সৃজিতের এই ছবিতে গুমনামী বাবার ভূমিকায় দেখা যাবে খোদ টালিগঞ্জের 'বুম্বাদা'কে। এবার ২৩ জানুয়ারি নেতাজীর জন্মদিন আগের দিন রাজে 'গুমনামী'র প্রথম পোস্টার প্রকাশ্যে আনা হয় SVF-এর তরফে।
তবে সৃজিতের এই 'গুমনামী' ছবিতে নেতাজীকেই গুমনামী বাবা হিসাবে তুলে ধরা হবে কিনা? এনিয়ে অবশ্য দর্শকদের আগ্রের সীমা নেই। যদিও এনিয়ে বিতর্কও কিছু কম হয়নি। কিছুদিন আগে নেতাজীকে 'গুমনামী বাবা' হিসাবে তুলে ধরার প্রসঙ্গে আপত্তি জানিয়েছিলেন খোদ নেতাজীর প্রপৌত্র চন্দ্র বসু। সেসময় মুখার্জী কমিশনের তথ্যের ভিত্তিতেই ছবিটি তৈরি হবে বলে জানিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সে যাই হোক, আপাতত এবিষয়ে সব বিতর্ক এড়িয়ে অবশেষে শুরু হতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'গুমনামী'র শ্যুটিং। সোমবার হয়ে গেল ছবির মহরৎ। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সৃজিত মুখোপাধ্যায়।
প্রসঙ্গত, 'গুমনামী' ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশাপাশি থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। জানা যাচ্ছে ২০২০ সালে মুক্তি পাবে 'গুমনামী' ছবিটি।
আরও পড়ুন-ধর্ষণের অভিযোগে গ্রেফতার 'সারেগামাপা' চ্যাম্পিয়ন সৌম্য চক্রবর্তী