নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ধীরে ধীরে কমছে করোনার দাপট। সংক্রমণও বেশ কিছুটা কমেছে। বিভিন্ন জায়গায় চলছে ভ্য়াকসিনেশন ক্যাম্প। টিকা নিতে ছুটছেন সাধারণ মানুষ। ভুয়ো টিকা কান্ডের জেরে আরও কঠোর হয়েছে পুরসভা। সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভা অনুমোদিত ক্যাম্প ছাড়া অন্য কোনও প্রাইভেট জায়গায় ভ্যাকসিনেশন ক্যাম্প করা যাবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Delhi থেকে বিমানে একাকী ফেরার পথে ক্রু মেম্বারদের খোলা চিঠিতে মন ভরল Parambrata-র


টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম কারিগর যাঁরা, সেট তৈরি করেন যে সমস্ত কাঠ মিস্ত্রীরা, সেটে রঙ করে বা কাপড় দিয়ে যাঁরা বিভিন্ন সিনেমা ও সিরিয়ালের ব্যাকগ্রাউন্ড তৈরি করেন, তাঁদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হল। পার্পল মুভি টাউন ও পুরসভার উদ্যোগে এই ভ্যাকসিনেশন ক্যাম্পে দেওয়া হল বিনামূল্যে ভ্যাকসিন। কর্মীদের পাশাপাশি তাঁদের পরিবারের সকলকেও টিকা দেওয়া হল এদিন।


আরও পড়ুন:''জীবন কত ভয়ঙ্কর হতে পারে সেটা বুঝেছি'', ৭০ দিন পর শ্যুটিংয়ে ফিরে বললেন Aparajita


পুরসভার স্বাস্থ্যকর্মীরা এসে টিকা দিলেন কলাকুশলীদের। যেহেতু তাঁদের কোনও নির্দিষ্ট সংগঠন নেই তাই টিকা নিয়ে সকলেরই উদ্বেগ ছিল। পার্পেল মুভি টাউনের তরফ থেকেই পুরসভার কাছে এই আবেদন করা হয়, যা সুষ্ঠভাবে সম্পন্ন হল বৃহস্পতিবার। পরিবার সহ টিকা নিয়ে কিছুটা চিন্তা মুক্ত শিল্পীরা।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)