রবীন্দ্রনাথের `একলা চলো রে`, গানের সঙ্গে মনামীর নাচে মুগ্ধ নেটিজেনরা
কেউ আবার নাচ, গান করে, ছবি এঁকে শিল্পের সঙ্গে নিজেকে ব্যস্ত রাখছেন।
নিজস্ব প্রতিবেদন : করোনা প্রকোপে এখন কমবেশি সকলেই গৃহবন্দি। বাদ নেই তারকারাও। তবুও ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতে তাঁরা কখন, কী করছেন সবসময়ই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। কেউ যেমন বাড়ির কাজ করতে ব্যস্ত, কেউ আবার নাচ, গান করে, ছবি এঁকে শিল্পের সঙ্গে নিজেকে ব্যস্ত রাখছেন। ঠিক যেমনটা করছেন অভিনেত্রী মনামী ঘোষ।
'যদি তোর ডাক শুনে কেউ না আসে', রবীন্দ্রনাথের এই গানের সঙ্গে নিজের নাচের ভিডিয়ো শ্যুট করেছেন মনামী। সেই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে পোস্টও করেছেন অভিনেত্রী। নৃত্যশিল্পীর বেশে বহুদিন পরে মনামীকে দেখে খুশি তাঁর ভক্তরা।
আরও পড়ুন-রাময়ণ ছাড়াও TV-তে ফিরছে মহাভারত, সার্কাস সহ বেশকিছু জনপ্রিয় ধারাবাহিক
আরও পড়ুন-পূজাপাঠ, রান্নাবান্না থেকে ছবি আঁকা, গৃহবন্দি জীবনে সবই করছেন অভিনেত্রী মৌনি রায়
মনামী যে একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো নৃত্যশিল্পীও সেকথা হয়ত অনেকেই জানেন না। মনামীর এই নাচের ভিডিয়ো দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
আমি 'ইরাবতীর চুপকথা' ধারবাহিকের মাধ্যমে দর্শকদের মন কেড়েছেন মনামী ঘোষ।