পাহাড়ি কন্যে কঙ্গনার মানালির বাংলোর অন্দরমহলের ভিডিওটি দেখেছেন?
ঘরের কোণায় থাকা `ফায়ার প্লেস` এবং তার পাশে রাখা আরাম কেদারাটি। সেখানে বসেই বই পড়তে ভালোবাসেন কঙ্গনা।
নিজস্ব প্রতিবেদন: মানালিতে ৩০ কোটির বাংলো বানিয়েছেন। মনোরম পাহাড়ি পরিবেশে নিজের এই অসাধারণ সুন্দর বাংলোটির কয়েক টুকরো ছবি আগেই সোশ্যাল সাইটের মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন বলিউডের 'কুইন'। পাহাড়ের কোলে কঙ্গনার এই বাড়ির অন্দরমহলের সাজসজ্জা মন কেড়েছে তাঁর ভক্তদের। তবে গোটা বাড়ির অন্দরমহলের ভিডিও হয়ত অনেকেরই অদেখা।
সম্প্রতি, পাহাড়ি কন্যের ৩০ কোটির বাংলোর অন্দরমহলের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে তাঁর বাড়ির সাজসজ্জায় আধুনিকতার মোরক থাকলেও অন্দরে কিন্তু রয়েছে পাহাড়ের সাবেকি, চিরাচরিত সাজ। বাড়ির বেশিরভাগ অংশই পাহাড়ি ঢঙে কাঠ দিয়ে তৈরি হয়েছে। কঙ্গনার কথায়, '' বাড়ি বলতে আমার কাছে সেটা যেটা আমার শিকরকে মনে করাবে। আমার দাদু-ঠাকুমার স্মৃতি ও কাছের মানুষগুলোর ভালোবসা দিয়ে ঘেরা থাকবে। থাকবে পাহাড়, পাখি, আর গাছপালা।''
কঙ্গনার কথায়, বাড়িতে তাঁর সবথেকে পছন্দের জায়গা হল ঘরের কোণায় থাকা 'ফায়ার প্লেস' এবং তার পাশে রাখা আরাম কেদারাটি। সেখানে বসেই বই পড়তে ভালোবাসেন কঙ্গনা।
আরও পড়ুন-৮ বছর আগে 'ডক্টর হাতি'কে মৃত্যুর মুখ থেকে ফিরিয়েছিলেন সলমন!
এর আগে বড়ির অন্দরমহলের বেশ কয়েকটি টুকরো ছবি শেয়ার করেছিলেন কঙ্গনা।
ছবি সৌজন্য: কঙ্গনা রানাওয়াতের টুইটার পোস্ট
ছবি সৌজন্য: কঙ্গনা রানাওয়াতের টুইটার পোস্ট
ছবি সৌজন্য: কঙ্গনা রানাওয়াতের টুইটার পোস্ট
ছবি সৌজন্য: আর্কিটেকচারাল ডাইজেস্ট ইন্ডিয়া
ছবি সৌজন্য: আর্কিটেকচারাল ডাইজেস্ট ইন্ডিয়া