নিজস্ব প্রতিবেদন : গুজরাটের উমরগামে চলছিল শ্যুটিং। অভিনেতা, অভিনেত্রীসহ ইউনিটের ১৮০ জনকে নিয়ে সেখানেই আটকে পড়ে টিম রাধাকৃষ্ণ। গত একমাস ধরে সেখানেই রয়েছেন জনপ্রিয় ধারাবাহিকের কলাকুশলীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রিপোর্টে প্রকাশ, রাধাকৃষ্ণের শ্যুটিংয়ের জন্য গুজরাটের উমরগামে গিয়েছিলেন সংশ্লিষ্ট ধারাবাহিকের সঙ্গে যুক্ত ১৮০ জন। সুমেধ মুদগলকর, মল্লিকা সিং-সহ ধারাবাহিকের ১৮০ জনকে নিয়ে গুজরাটের ওই জায়গায় আটকে পড়েন শোয়ের পরিচালকরা। আপাতত সেখানেই রয়েছেন তাঁরা। বর্তমানে যে পরিস্থিতি চলছে, তাতে লকডাউন ভেঙে মুম্বইতে ফেরা একেবারেই ঠিক কাজ নয়। সেই কারণেই তাঁরা গুজরাটে রয়েছেন বলে জানান সংশ্লিষ্ট ধারাবাহিকের অভিনেতা, অভিনেত্রীরা। 


আরও পড়ুন : প্রয়াত প্রধানমন্ত্রী বাজপেয়ীর সঙ্গে সীতা, লকডাউনে ভাইরাল ছবি


জানা যাচ্ছে, লকডাউনের মাঝে ইউনিটের কেউ যাতে অসুস্থ না হন, সেদিকে খেয়াল রাখছে স্থানীয় প্রশাসন। শুধু তাই নয়, তাঁরা যেখানে রয়েছেন, সেখানে প্রতিদিন একজন করে চিকিতসক পাঠানো হচ্ছে। ইউনিটের প্রত্যেকে যাতে সুস্থ থাকেন, সেদিকে রাখা হচ্ছে নজর।