নিজস্ব প্রতিবেদন: ​ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর কেমন আছেন রাহুল রায়? আশিকি ছবির অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, আগের তুলনায় অনেকটাই ভাল আছেন রাহুল রায়। তাঁকে আইসিইউ থেকে বের করে আনা হয়েছে। তবে অভিনেতার শরীরের ডান দিক ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রেন স্ট্রোকের জেরে।


জানা যাচ্ছে, রাহুল রায় যেভাবে আক্রান্ত হয়েছেন, তার জেরে হয়তো তাঁর কথা বলার ক্ষমতা কিংবা লেখার ক্ষমতা হারিয়ে যেতে পারে। তবে এই মুহূর্তে আইসিইউ থেকে বের করে এনে রাহুল রায়ের ফিজিয়োথেরাপি করানো হচ্ছে। পাশাপাশি রাহুল রায়ের ডান হাতের কার্যক্ষমতা আর ফিরবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে বলে খবর।


আরও পড়ুন : 'শাহিনবাগের 'বিলকিস দাদি' গিয়েছেন কৃষক আন্দোলনেও', কঙ্গনাকে আইনি নোটিস আইনজীবীর


মঙ্গলবার বিকেলে মুম্বইয়ের নানাবতী হাসপাতালের আইসিইউ থেকে বের করে আনা হয় অভিনেতাকে। রাহুল রায়ের ভাই রোমির সেন এই মুহূর্তে দাদার শারীরিক অবস্থা সম্পর্কে সংবাদমাধ্যমকে জানাচ্ছেন সময় করে। তবে আগে তুলনায় রাহুল রায় অনেকটাই ভাল আছেন বলে জানা যাচ্ছে।