নিজস্ব প্রতিবেদন : বিয়ে, রিসেপশন এবং অষ্টমঙ্গলার পর এবার কোথায় চললেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়? অবাক লাগছে শুনতে? তাহলে দেখুন এই ভিডিও..


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




ভিডিও দেখলে খেয়াল করবেন, রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিবাহিত জীবন যাতে সুখের হয়, যাত্রা পথে তার জন্য শুভেচ্ছা জানিয়েছে একটি বিমান সংস্থা। শুধু তাই নয়, রাজ চক্রবর্তী এবং শুভশ্রীর বিবাহিত জীবনের জন্য তাঁদের অভিনন্দনও জানানো হয়েছে ওই বিমান সংস্থার তরফে। শোনা যাচ্ছে, বিয়ের পর রাজ-শুভশ্রী নাকি মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছেন।


আরও পড়ুন : প্রিয়ার এই ভিডিও দেখেছেন, ফের ভাইরাল দক্ষিণী কন্যা


বাওয়ালি রাজবাড়িতে গত ১০ মে গাঁটছড়া বাঁধেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আইবুড়ো ভাত থেকে শুরু করে আলতা ‘সেরিমনি’ এবং শেষে সাতপাক, রাজ-শুভশ্রীর বিয়ের সব অনুষ্ঠানই সম্পূর্ণ হয় দক্ষিণ ২৪ পরগনার ওই রাজবাড়িতে। বিয়ের পর কলকাতায় ফিরে হয় রাজ-শুভশ্রীর ঝলমলে রিসেপশন। এখানেই শেষ নয়। ওই রিসেপশনের পর বর্ধমানে অষ্টমঙ্গলা হয় রাজ-শুভশ্রীর। সেখানেও টলিউডের অন্যতম সেলেব দম্পতি যেন ঝলসে ওঠেন ক্যামেরার সামনে।