নিজস্ব প্রতিবেদন: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন চেয়ারম্যান হলেন পরিচালক রাজ চক্রবর্তী। কো-চেয়ারম্যান হলেন ইন্দ্রনীল সেন। রাজের আগে চেয়ারম্যান ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুজোর পরই কলকাতায় বসবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর। পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পর থেকে জৌলুস বেড়েছে উৎসবের। কলকাতা চলচ্চিত্র উৎসবের একাধিক বৈঠকে অনুপস্থিত থেকেছেন প্রাক্তন চেয়ারম্যান প্রসেনজিৎ। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, তাঁকে বদল করা হতে পারে।


রাজ চক্রবর্তী জানিয়েছেন, সরকার যে দায়িত্ব দিয়েছে, তা পালন করার চেষ্টা করবেন। ২৫ তম চলচ্চিত্র উৎসবকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। 


বাংলা বাণিজ্যিক ছবিতে রাজ চক্রবর্তী পরিচিত নাম। 'চিরদিনই তুমি যে আমার' ছবির মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি রাজের। এরপর চ্যালেঞ্জ, প্রেম আমার, লে ছক্কা, দুই পৃথিবী, কানামাছির মতো ছবি করেছেন পরিচালক। গত জুনে মুক্তি পেয়েছিল তাঁর ছবি শেষ থেকে শুরু। মুক্তির অপেক্ষায় পরিণীতা। 


আরও পড়ুন- হাতে বন্দুক নিয়ে রক্তের স্বাদ নিলেন কঙ্গনা