নিজস্ব প্রতিবেদন: অসুস্থ বাংলা বানিজ্যিক ছবির জনপ্রিয় পরিচালক রাজা চন্দ(Raja Chanda)। সূত্রের খবর, শনিবার আচমকাই অসুস্থ বোধ করেন পরিচালক। অস্বস্তি বাড়তেই তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা জানান যে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন রাজা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার কাজে ব্যস্ত ছিলেন পরিচালক। তারই মাঝে অস্বস্তি বোধ করেন তিনি। এরপর হাসপাতালে ভর্তি করার পরেই শুরু হয় পরীক্ষা নিরীক্ষা। এরপরই চিকিৎসকেরা জানান যে হার্টে ব্লকেজ রয়েছে পরিচালকের। আপাতত স্থিতিশীল তিনি কিন্তু শীঘ্রই করতে হবে অস্ত্রোপচার। আপাতত স্থিতিশীল হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পান পরিচালক। তবে বাড়িতে চিকিৎসাধীন পরিচালক। 


আগামী দিনে রাজা চন্দের হাতে রয়েছে একগুচ্ছ কাজ। সম্প্রতি আম্প্রপালি ছবির শুট শেষ করেছেন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর প্রথম ওয়েব সিরিজ। একদিকে যেমন চলছে আম্রপালির ডাবিং সেইসঙ্গেই চলছে নতুন ছবির কাজ। তবে কী কারণে আচমকা হৃদরোগে আক্রান্ত হলেন রাজা। ঘনিষ্ঠদের মতে তিনি মদ্যপান ও ধূমপান করেন না। এমনকি অতিরিক্ত কাজের প্রেসারও নিতে চান না। তা সত্ত্বেও কীভাবে অসুস্থ হয়ে পড়লেন, তা নিয়ে চিন্তিত তাঁর কাছের মানুষেরা। 


আরও পড়ুন: Aparajita Adhya: ওয়েস্টার্ন পোশাকে ফ্রি স্টাইল নাচে বাজিমাত 'লক্ষ্মী কাকিমা' অপরাজিতার, দেখুন ভিডিও


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)