ওয়েব ডেস্ক: কথা দিয়েছিলেন থ্যালাইভা। সে প্রায় দেড় দশক আগেকার কথা, ফলে হয়ত ভুলতে বসেছিলেন। কিন্তু তিনি ভুললেও, মনে করিয়ে দিলেন কৃষকরা। কিন্তু কী এমন কথা যা রজনীকান্তকে মনে করিয়ে দিতে হল!


২০০২ সালে চাষের সুবিধার জন্য নদীগুলির মধ্যে আন্তঃ যোগাযোগ সৃষ্টি করার উদ্দেশে ১ কোটি টাকা কৃষক অ্যাসোসিয়েশনকে দেবেন বলে অঙ্গীকার করেছিলেন দক্ষিণী সুপারস্টার। তামিলনাড়ু ও কর্ণাটকের সুদীর্ঘকালের কাবেরী জল বন্টন সংক্রান্ত টানাপোড়েনের আবহে সেসময় একথা দিয়েছিলেন রজনী। এবার কৃষকদের সঙ্গে দেখা হতেই তারকাকে সে কথা মনে করিয়ে দেন রাজ্যের কৃষিজীবীরা। কথাটি মনে পড়তেই রজনীকান্ত সঙ্গে সঙ্গে আঙ্গীকার মতো টাকা মিটিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু কৃষক অ্যাসোসিয়েশনের তরফে বলা হয় যে, তিনি যেন কেন্দ্রীয় সরকারের হাতে অনুদানের অর্থ তুলে দেন। (আরও পড়ুন- ২ হাজার কোটির পথে আমির খানের ‘দঙ্গল’)