জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ২০২৪-এর শুরুতেই মিলল সুখবর। ডাঙ্কির সাফলতার পর, শীঘ্রই ওটিটিতে পা রাখতে চলেছেন পরিচালক রাজকুমার হিরানি। এবং মুখ্য চরিত্রে রাখতে চলেছেন ‘টুয়েলফথ ফেল’ খ্য়াত অভিনেতা বিক্রান্ত ম্যাসি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Biswajit Chatterjee: রোজ়ার 'মধু' লক্ষ্মী, অনুপম খের কবিগুরু হলে, নেতাজি তবে কে! বিশ্বজিতের ছবি ঘিরে জল্পনা...


এক সংবাদ সংস্থার এর সঙ্গে একটি ভার্চুয়াল সাক্ষাৎকারে, রাজকুমার হিরানি জানান যে তিনি ডিজনি প্লাস হটস্টারের ওটিটি প্ল্যাটফর্মে তাঁর প্রথম ওটিটি আত্মপ্রকাশ করবেন, যেখানে মুখ্য চরিত্রে বিক্রান্ত ম্যাসি থাকবে। কোভিড কালেই বিভিন্ন রকম গল্প নিয়ে কাজ শুরু করেন পরিচালক। একাধিক ফিচার ফিল্ম বানানোর ইচ্ছা আছে তাঁর।


‘ডাঙ্কি’ পরিচালক জানিয়েছেন চলতি মাসেই শ্যুটিং শুরু করবেন তাঁরা। তবে এবার পরিচালক হিসেবে না, এই কাজে তাঁকে পাওয়া যাবে শোরানারের ভূমিকায়। তিনি আরও বলেন, ‘এটি এমন একটি কাজ যেটা নিয়ে আমি ভীষন খুশি। যেভাবে এর প্রেক্ষাপট তৈরি করা হয়েছে তা আমার কাছে ভীষন ভাবে কাছের। এটা আমার নিজের জায়গা।‘


আরও পড়ুন: New Year Celebration: পার্পল থিমে ‘হইচই’! নিউ ইয়ার পার্টিতে তারকার মেলা...


মুন্না ভাইয়ের পরবর্তী সিনেমা নিয়ে জিজ্ঞাসা করা হলে হিরানি বলেন, ‘এমন নয় যে আমি এই সিনেমা করতে চাই না, ১০০ শতাংশ আমি এটি করতে চাই কারণ আমি এই ধরনের ছবিগুলি তৈরি করতে মজা পাই। প্রতিটা ছবির পর একটা করে 'মুন্নাভাই' লেখার চেষ্টা করেছি। তাই, আমার কাছে বর্তমানে মোট পাঁচটি অসমাপ্ত মুন্না ভাইয়ের স্ক্রিপ্ট রয়েছে যার বিভিন্ন আলাদা আলাদা শিরোনামও রয়েছে।'



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)