ওয়েব ডেস্ক: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এখন ইউএস-এ রয়েছেন মেগাস্টার থালাইভা রজনীকান্ত । সম্প্রতি ভক্তদের জন্য প্রথমবার সেলফি ভিডিও পোস্ট করলেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। আর তাঁর প্রথম সেলফি ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তালিম সুপারস্টার রজনীকান্তের প্রথম সেলফি ভিডিওটিতে দেখা যাচ্ছে, তিনি গাড়িতে করে যাচ্ছেন। এবং ড্রাইভারের সঙ্গে কথা বলছেন। থালাইভার এই ভিডিওতে দারুণ খুশি তাঁর ভক্তরা। রজনীকান্তের বহু ফ্যান ক্লাবের পক্ষ থেকে সেই ভিডিও শেয়ার করা হয়েছে।


প্রসঙ্গত, মেগাস্টার রজনীকান্ত এখন তাঁর পরবর্তী ছবি ‘কালা’ নিয়ে খুবই ব্যস্ত। ছবিতে অভিনয় করতে দেখা যাবে, নানা পাটেকর , হুমা কুরেশি , অঞ্জলি পাতিল , পঙ্কজ ত্রিপাঠী , সাক্ষী আগরওয়ালকে।