সমাজ কল্যাণে `স্তনযুগল` দান করতে চান রাখি, ভাইরাল ভিডিও
তাঁকে যেভাবেই দেখুন না কেন, রাখি সাওয়ান্তকে ভুলতে আপনি কিছুতেই পারবেন না।
নিজস্ব প্রতিবেদন: পছন্দ করুন আর নাই বা করুন রাখি সাওয়ান্তকে আপনি কিছুতেই আস্বীকার করতে বা এড়িয়ে যেতে পারবেন না। মডেল, অভিনেত্রী, প্রাক্তন 'বিগ বস'এর প্রতিযোগী, টেলিভিশন তারকা, তাঁকে যেভাবেই দেখুন না কেন, রাখি সাওয়ান্তকে ভুলতে আপনি কিছুতেই পারবেন না।
সম্প্রতি, নতুনভাবে সকলের দৃষ্টি আকর্ষণ করছেন 'বিতর্কের রানি' রাখি। নিজের ইনস্টাগ্রামে বিশেষ একটি ভিডিও পোস্ট করেছেন রাখি। যে ভিডিওতে রাখির বক্তব্য খানিকটা এইরকম। তাঁর কথায়, ''সমাজসেবার জন্য, মানুষের ভালোর জন্য অনেকেই নিজের শরীরের বিভিন্ন অঙ্গদান করে থাকেন। কেউ চক্ষু দান করেন, কেউ কিডনি, কেউ বা শ্বাসযন্ত্র দান করেন, আমিও এই পথেই হাঁটতে চাই। আমার শরীরের সবথেকে সুন্দর অঙ্গ হল 'স্তন', আর আমি সেটা দান করে যেতে চাই। যদিও আমি ঠিক জানি না কাকে এটা দিয়ে যাব, দেখা যাক কাকে দিয়ে যেতে পারি।''
বলাই বাহুল্য, রাখির এই ইনস্টাগ্রাম ভিডিওটি নিমেষে সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গিয়েছে।
এর আগে বলিউডে মরোনত্তর চক্ষুদান করেছেন ঐশ্বর্য রাই বচ্চন। পাশাপাশি, আরও অনেক বলিউড তারকাই মরোনত্তর অঙ্গদান করেছেন বলে জানা যায়। তাঁদের কথা স্মরণ করিয়ে দিয়েই রাখি তাঁর বক্ষযুগল দান করে যাওয়ার কথা বলেন। তবে রাখির এই ভিডিওর কমেন্ট বক্সে কিছু লোকজনের আক্রমণের মুখেও পড়তে হয়েছে অভিনেত্রীকে।
এর আগে ইন্টারনেটে রাখি সাওয়ান্তের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে রাখিকে বলতে দেখা গিয়েছিল, তিনি নিজের বক্ষযুগল সুন্দর করে তুলতে প্লাস্টির সার্জারির আশ্রয় নিয়েছেন। আর একথা বলতে তাঁর কোনও দ্বিধা বা অস্বস্তি নেই বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন। তাঁর কথায় বলিউডের ৯০ শতাংশ তারকারা কখনও না কখনও কোনও না কোনও অঙ্গ সার্জারি করিয়ে থাকেন, আমিও করিয়েছি, এতে লজ্জার কোনও কারণ নেই।