জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিভিন্ন কারণে শিরোনামে থাকেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। অভিনেত্রীর প্রাক্তন স্বামী আদিল খান দুররানি। তাঁদের সম্পর্কের কথা প্রায় সকলেই জানে। তাঁদের বিচ্ছেদ নিয়েও কম জলঘোলা হয়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবছরের মার্চে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসেন আদিল। তার পর থেকেই রাখি এবং তাঁর প্রাক্তন স্বামীর মধ্যে লড়াই চলতে থাকে। বিয়ের পর আদিল দাবি করেছিলেন তাঁর সঙ্গে রাখির নিকাহ পুরোটাই রাখির সাজানো। তবে এবার তাঁদের লড়াইয়ের জল গিয়ে পৌঁছায় সুপ্রিম কোর্ট অবধি। 


জানা গিয়েছে, আদিল খানের অশ্লীল ভিডিয়ো ফাঁস করেন রাখি। এই অভিযোগ নিয়ে রাখির বিরুদ্ধে মামলাও দায়ের করেন আদিল। গ্রেফতার হওয়ার আশঙ্কায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিনেত্রী। সোমবার সুপ্রিম কোর্ট রাখির আগাম স্বস্তির আবেদন প্রত্যাখ্যান করে দেয়। 


আরও পড়ুন:Maidaan: পিকে-চুনীর ম্যাজিকে মাত কলকাতা, ২০০ কচিকাঁচাকে ময়দান দেখালেন ক্রীড়া উদ্যোগপতি


রাখি আগাম জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করে দেয়। শুধু তাই নয়, রাখিকে ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পন করতে বলে সুপ্রিম কোর্ট।


বম্বে হাইকোর্ট এর আগে অভিনেত্রীর আবেদন খারিজ করে দিয়েছিল। এর কারণেই তিনি শীর্ষ আদালতে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলন। আদিল রাখির বিরুদ্ধে তাঁর ব্যক্তিগত-অশ্লীল ভিডিয়ো অনলাইনে প্রচার করার অভিযোগ দায়ের করেন।


রাখি এবং আদিল ২০২২ সালে বিয়ে করেছিল বলে জানা গিয়েছে। কিন্তু ২০২৩ সালে জানুয়ারিতে অভিনেত্রী বিয়ের কথা প্রকাশ্যে আনেন। এর কয়েক মাসের মধ্যেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। রাখি আদিলকে গার্হস্থ্য সহিংসতা এবং যৌন হয়রানির জন্য অভিযুক্ত করেছিল।


আরও পড়ুন:Ranveer Singh: কংগ্রেসের প্রচারে রণবীর সিং! ডিপফেক ভিডিয়ো নিয়ে FIR দায়ের অভিনেতার


অন্যদিকে এবছরের  ৩ মার্চ চুপিসাড়ে বিয়ের পিঁড়িতে বসেছেন রাখি সাওয়ান্তের প্রাক্তন স্বামী আদিল খান। বিগ বস ১২-এর প্রতিযোগী সোমি খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। ক্যাপশনে লেখেন, 'স্বামী স্ত্রী হিসাবে আমরা নতুন জার্নি শুরু করলাম। আমাদের আশীর্বাদ করবেন'।  পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বেঙ্গালুরুতে বিয়ে করেন তাঁরা। এক সাক্ষাত্কারে আদিল বলেন যে এটাই তাঁর প্রথম বিয়ে। আদিল বরাবরই দাবি করে এসেছেন যে তাঁর সঙ্গে রাখির নিকাহ পুরোটাই রাখির সাজানো। এবার রাখিকে মিথ্যেবাদী তকমা দিলেন প্রাক্তন আদিল। 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)