নিজস্ব প্রতিবেদন : নতুন বছরের শুরুতে অচেনা ব্যক্তির ভিডিয়ো শেয়ার করলেন রাখি সাওয়ান্ত৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রাখির হয়ে ভক্তদের শুভেচ্ছা জানাতে দেখা যায় (Mystery Man) ওই ব্যক্তিকে৷ যে ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : দুবাইতে মৌনি, দেখুন সমুদ্রের মাঝে বাঙালি-কন্যার ফটোশ্যুট
দেখুন সেই ভিডিয়ো...


 



রাখির ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমে অচেনা ওই ব্য়ক্তির ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় গুঞ্জন৷ রাখির স্বামী রিতেশ কি এবার প্রকাশ্যে এলেন একেবারে অভিনব কায়দায়৷ স্বামী প্রকাশ্যে আনলেও কেন তাঁর পরিচয় গোপন করে রাখছেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷
গত বছর মুম্বইয়ের একটি পাঁচতারা বিলাসবহুল হোটেলে নাকি রিতেশ নামে এক ব্যক্তির সঙ্গে গাঁটছড়া বাঁধেন (Rakhi Sawant) রাখি সাওয়ান্ত৷ প্রথমে খ্রিস্টান রীতিতে, তারপর হিন্দু রীতি অনুযায়ী রিতেশের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রাখি সাওয়ান্ত৷ বিয়ের পর স্বামীর কথা বলেও কেন তাঁকে সবার ধরাছোঁয়ার বাইরে রাখছেন রাখি, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন টেলিভিশনের ড্রামা কুইনের ভক্তরা৷ 


আরও পড়ুন : প্রাক্তন বান্ধবী সঙ্গীতার সঙ্গে বাগান বাড়িতে, নতুন বছরে ভাইরাল সলমনের ছবি
যদিও সে বিষয়ে কোনও মন্তব্য কখনও করতে দেখা যায়নি রাখি সাওয়ান্তকে৷ তবে তাঁর স্বামী রিতেশ ডোনাল্ড ট্রাম্পের সংস্থায় কর্মরত বলে দাবি করেন রাখি৷ শুধু তাই নয়, তাঁর স্বামী (Donald Trump) ডোনাল্ড ট্রাম্পের আত্মীয় বলেও একটি ভিডিয়োতে দাবি করেন রাখি সাওয়ান্ত৷