Rakhi Sawant : মঞ্জুলিকা সেজে বিগ বসে! এ কী কাণ্ড করছেন রাখি...
এর আগে একাধিকবার বিগ বস-এর বিভিন্ন সিজনে দেখা গিয়েছে রাখি সাওয়ান্তকে। প্রতিবারই কিছু না কিছু কারণে আলোচনায় উঠে এসেছেন রাখি। এবার বিগ বস-১৬র ঘরে রাখিকে অবশ্য দেখা যায়নি। তবে `ড্রামা কুইন` ফিরলেন `বিগ বস` মারাঠির ঘরে। এটা মারাঠি `বিগ বস`-এর ৪ নম্বর সিজন।
Rakhi Sawant, Bigg Boss, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : এর আগে একাধিকবার বিগ বস-এর বিভিন্ন সিজনে দেখা গিয়েছে রাখি সাওয়ান্তকে। প্রতিবারই কিছু না কিছু কারণে আলোচনায় উঠে এসেছেন রাখি। এবার বিগ বস-১৬র ঘরে রাখিকে অবশ্য দেখা যায়নি। তবে 'ড্রামা কুইন' ফিরলেন 'বিগ বস' মারাঠির ঘরে। এটা মারাঠি 'বিগ বস'-এর ৪ নম্বর সিজন।
সম্প্রতি মারাঠি বিগ বসের ঘরে রাখির কাণ্ডকারখানায় হতবাক দর্শকরা। যেখানে রাখিকে 'ভুল ভুলাইয়া'র মঞ্জুলিকা অবতারে দেখা গেল। সোশ্যালে উঠে আসা ভিডিয়োতে লাল-অফ হোয়াইট রঙের লেহেঙ্গা পরে অদ্ভুত সাজে বিছানায় শুয়ে থাকতে দেখা যাচ্ছে রাখিকে। তার কপালের লাল টিপ, চোখের কাজল, ঠোটের লিপস্টিক সবই গোটা মুখে লেপটে রয়েছে। গলায় হার, মাথায় টায়রা পরে অদ্ভুত সাজে দেখা গিয়েছে রাখি সাওয়ান্তকে। রাখির ভয়ানক মুখোভঙ্গি দেখে নটপাড়া হতবাক। 'লাকালাকালাকালাকা' বলে অদ্ভুত আওয়াজ করতে দেখা যাচ্ছে তাঁকে। রাখিকে দেখে হাসি চাপতে পারেননি তাঁর সহ প্রতিযোগীরাও।
এই ভিডিয়ো দেখে নেটিজেনদের কেউ বলেছে, 'এসব কী!', কারোর মন্তব্য, 'মঞ্জুলিকা হোন, কিংবা চন্দ্রমুখী, তাঁরাও রাখিকে দেখে ভয় পেয়ে যাবেন।' কারোর কথায়, 'ইনি হাসছেন না কাঁদছেন, কিছুই বুঝতে পারছি না।' কারোর মত, 'যাই করুন না কেন, রাখি সবসময় মানুষকে বিনোদন দেন।'
প্রসঙ্গত, এর আগে হিন্দি বিগ বস ১, ১৪ এবং ১৫-র ঘরে দেখা গিয়েছিল রাখিকে।