ওয়েব ডেস্ক: বলিউডের খিলাড়ি তিনি l তাই রুস্তম হোক কিম্বা টয়লেট : এক প্রেম কথা, সবকিছু নিয়েই তাঁর ভক্তদের উত্সাহ একেবারে তুঙ্গে l 'টয়লেট : এক প্রেম কথা' মুক্তি পাওয়ার আগে তাই এবারও ভক্তদের উদ্দেশে বার্তা দিলেন অক্ষয় কুমার l কিভাবে জানেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ট্যুইটারের নতুন বার্তায় অক্ষয় কুমার বলেন, মহিলাদের যতই নিরাপত্তা দিন না কেন, নিজেরাই নিজেদেরকে সুরক্ষিত করতে হবে l নিজেরাই নিজেদের সুরক্ষিত করতে পারবেন, সেই ধারণা মহিলাদের মধ্যে থাকাটা অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন অক্ষয় কুমার l


রাখি উপলক্ষ্যে অক্ষয় কুমারের দিদি অলকা ভাটিয়াও তাই এবার এলেন ক্যামরার সামনেl অক্ষয় কুমারের দিদি অলকা ভাটিয়া বলেন, তাঁর যখন ১৭ বছর বয়স, তখন বাবার মৃত্যু হয়l এরপর যেন অক্ষয় কুমারই গোটা সংসারের দায়িত্ব নিজের কাধে তুলে নেনl তবে সংসারের দায়িত্ব নিজের কাধে তুলে নিলেও, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে বলে অক্ষয় নাকি সব সময় তাঁর দিদিকে বলতেনl


শুনুন রাখি উপলক্ষ্যে অলকা ভাটিয়া কী বললেন...


 



রাখি উপলক্ষ্যে শুভেচ্ছাও জানান অলকা ভাটিয়াl আর দিদির সেই শুভেচ্ছা বার্তা নিজের ট্যুইটারে শেয়ারও করেন অক্ষয় কুমারl


প্রসঙ্গত, বর্তমানে 'টয়লেট : এক প্রেম কথা'র প্রমোশনে ব্যস্ত অক্ষয় কুমারl প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত প্রকল্পকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে অক্ষয়ের ওই সিনেমা অনেকটাই সাহায্য করবে বলে মনে করছে বিভিন্ন মহলl আর সেই কারণে বিজেপি শাসিত রাজ্যগুলিতে অক্ষয়ের ওই সিনেমা করমুক্ত করা হতে পারে বলেও শোনা যাচ্ছেl (আরও পড়ুন- জিএসটি বন্ধনে রাখী বন্ধন)